Moloy Ghatak: ‘পঞ্চায়েতের প্রচারে ব্যস্ত’, ইডির তলব ‘উপেক্ষা’ নিয়ে দিল্লি হাইকোর্টে হলফনামা মলয়ের
Delhi High Court: কয়লা পাচার মামলায় এর আগেও একাধিক বার ইডি তলব করেছিল মলয় ঘটককে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তখন হাজিরা এড়িয়েছিলেন তিনি। এর পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে, আদালতে তোলেন সেই প্রশ্ন।
নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে একাধিক বার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। কিন্তু রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত মলয় ঘটক দিল্লিতে হাজিরা দেননি ইডি-র দফতরে। এ বিষয়ে দিল্লি হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সেই হলফনামায় তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত থাকায় এখন দিল্লি যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেওয়ার কথা আদালতকে জানিয়েছেন তিনি। ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে আইনমন্ত্রীর দায়ের করা পুরনো মামলাতেই বুধবার জমা দেওয়া হয়েছে অতিরিক্ত হলফনামা। ১৯ জুন আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে হাজিরা দিতে বলে ইডি। সে দিন না আসায় বুধবার ফের সমন করা হয়েছিল ইডির তরফে। কিন্তু উপস্থিত না থাকার কারণ হাইকোর্টে হলফনামা দিয়ে জানালেন তিনি।
কয়লা পাচার মামলায় এর আগেও একাধিক বার ইডি তলব করেছিল মলয় ঘটককে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তখন হাজিরা এড়িয়েছিলেন তিনি। এর পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে, আদালতে তোলেন সেই প্রশ্ন। তখন দিল্লি হাইকোর্টে ইডি-কে নির্দেশ দেয় মলয়কে সময় দিয়ে ডাকতে হবে। ১৫ দিন সময় দিয়ে ডাকার কথা জানায় আদালত।
এর পর সেই সময় দিয়েই ১৯ জুন তলব পাঠানো হয়েছিল মলয়কে। কিন্তু তিনি দিল্লিতে হাজিরা দেননি। সোমবার দিনভর তিনি ব্যস্ত ছিলেন পঞ্চায়েত ভোটের প্রচারে। বুধবার আদালতে হলফনামা দিয়ে হাজিরা না দেওয়ার কারণ জানালেন মন্ত্রী।