নয়া দিল্লি: মোমোর দোকানে গিয়ে অতিরিক্ত স্যুপ কিংবা চাটনি, কম বেশি সকলেই চান। কিন্তু সেই চাওয়ার খেসারত যে এমনভাবে দিতে হবে, ভাবতেও পারেননি দিল্লির বিশ্বাসনগরের যুবক। বুধবার এলাকারই একটি দোকানে মোমো খেতে গিয়েছিলেন ৩৪ বছর বয়সি কুমার সন্দীপ। বছর তেইশের বিকাশের দোকান সেটি। অভিযোগ, দোকানির কাছে অতিরিক্ত সস চেয়েছিলেন সন্দীপ। এরপরই তাঁর মুখে ছুরির কোপ বসান বিকাশ। এই ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ফর্শবাজার থানায়।
ডেপুটি কমিশনার অব পুলিশ রোহিত মিনা জানান, বুধবার সন্ধ্যায় তাঁদের কাছে অভিযোগ আসে এক যুবকের উপর হামলা হয়েছে। আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, এদিন সন্ধ্যায় মোমো কিনতে চান সন্দীপ। বিকাশ প্লেটে মোমোর সঙ্গে সস, স্যুপ সবকিছুই দিয়েছিলেন। তবে সন্দীপ আরও কিছুটা সস চান। আর তা দিতে অস্বীকার করেন বিকাশ। কারণ তাঁর কাছে স্টক ফুরিয়ে আসছিল।
এই নিয়েই বিকাশ ও সন্দীপের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। হঠাৎই সামনে রাখা ছুরি হাতে তুলে নেন বিকাশ। মুখে পর পর দু’বার তা চালান বলেও অভিযোগ। এদিকে এই ঘটনার পরই বিকাশ মোমোর ঠেলাগাড়িটি ফেলে পালিয়ে যান। অন্যদিকে সন্দীপকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।