টাকা চুরি, বাড়ি থেকে পালাল, ভুয়ো অপহরণের গল্প…সাত কাণ্ড রামায়ণ BTS-র জন্য

Fake Kidnap: তিন কিশোরী বিটিএসের ফ্যান। তাদের স্বপ্ন ছিল, বিটিএসের সঙ্গে দেখা করার। সেই স্বপ্ন পূরণ করতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তিন বন্ধু মিলে। কোরিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে ৫ হাজার টাকাও চুরি করেছিল।

টাকা চুরি, বাড়ি থেকে পালাল, ভুয়ো অপহরণের গল্প...সাত কাণ্ড রামায়ণ BTS-র জন্য
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Dec 30, 2024 | 10:40 AM

মুম্বই: বিটিএসের অন্ধ ফ্যান। স্বপ্ন একটাই, একবার নিজের প্রিয় আইডলকে সামনে থেকে দেখবে। তাদের সঙ্গে ছবি তুলবে। আর সেই স্বপ্ন পূরণ করতেই চরম পদক্ষেপ করল তিন কিশোরী। রওনা দিল দক্ষিণ কোরিয়ার উদ্দেশে। কিন্তু বাড়ির লোকজন তো মানবে না। তাই নিজেরাই বানাল অপহরণের গল্প।

কোরিয়ান পপ ব্য়ান্ড ব্যাঙ্গটান সোনেয়নডান বা বিটিএস। ৭ যুবকের এই ব্যান্ডের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তাদের ফ্যানদের পোশাকি নাম বিটিএস আর্মি। মহারাষ্ট্রের তিন কিশোরীও বিটিএসের ফ্যান। তাদের স্বপ্ন ছিল, বিটিএসের সঙ্গে দেখা করার। সেই স্বপ্ন পূরণ করতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তিন বন্ধু মিলে। কোরিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে ৫ হাজার টাকাও চুরি করেছিল।

মহারাষ্ট্রের ধারাশিবের উমরগা থেকে পালিয়ে পুণে গিয়েছিল। বাড়িতে মিথ্যা বলতে তারা সোলাপুরে পৌঁছতেই এক কিশোরী তাঁর বাবাকে ফোন করে এবং বলে তাদের অপহরণ করা হয়েছে। ফোন পেতেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে ছুটে যান পুলিশের কাছে।

পুলিশও সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে। যে নম্বর থেকে ফোন এসেছিল, তার লোকেশন ট্রাক করে দেখা যায়, সোলাপুর থেকে ফোন এসেছিল। আধ ঘণ্টার মধ্যে পুলিশ লোকেশন ট্রাক করে ওই জায়গায় পৌঁছয়। কিন্তু সেখানে গিয়ে দেখেন, কোনও অপহরণকারী নয়, ওই কিশোরীরা নিজেরাই ওই ফোন করেছিল। পুলিশ তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে।