Train Cancel: কুয়াশা নয়, এই কারণে রাতারাতি বাতিল ১০৭টি ট্রেন, বছর শেষে চরম ভোগান্তিতে যাত্রীরা

Indian Railways: শীতকালে ঘন কুয়াশার কারণে অনেক সময় দেরিতে চলে ট্রেন। কিছু সময় ট্রেন বাতিলও করে দিতে হয়। তবে আজকের এই শতাধিক ট্রেন বাতিলের পিছনে রয়েছে অন্য কারণ।

Train Cancel: কুয়াশা নয়, এই কারণে রাতারাতি বাতিল ১০৭টি ট্রেন, বছর শেষে চরম ভোগান্তিতে যাত্রীরা
বাতিল ১০৭টি ট্রেন।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 30, 2024 | 2:11 PM

নয়া দিল্লি: বর্ষশেষে চরম ভোগান্তি রেল যাত্রীদের। একসঙ্গে বাতিল শতাধিক ট্রেন। এর মধ্যে ১৮টি এক্সপ্রেস ট্রেন রয়েছে। ফলে বহু মানুষ চরম সমস্যায় পড়বেন। যাতায়াতের জন্য খুঁজতে হবে বিকল্প রুট। কেন হঠাৎ একসঙ্গে এত ট্রেন বাতিল?

শীতকালে ঘন কুয়াশার কারণে অনেক সময় দেরিতে চলে ট্রেন। কিছু সময় ট্রেন বাতিলও করে দিতে হয়। তবে আজকের এই শতাধিক ট্রেন বাতিলের পিছনে রয়েছে অন্য কারণ। আজ, সোমবার কৃষক আন্দোলনের ডাক দিয়েছে পঞ্জাবের কৃষকরা। তার কারণেই পঞ্জাব রুটের বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

আন্দোলনকারী কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে আজ, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে। সড়ক ও রেল চলাচল বন্ধ রাখা হবে।

এরপরই রেলের তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে পঞ্জাব রুটের ১৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও আরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পঞ্জাব থেকেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মোট ১০৭টি ট্রেন বাতিল করা হয়েছে আজ। এরফলে দিল্লি-আম্বালা রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বেন। বহু জায়গায় কৃষকরা ট্র্যাকে বসে বিক্ষোভ দেখাতে পারেন। এর জেরেও সমস্যায় পড়তে হতে পারে।

যে যে এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল-

ভাটিন্ডা এক্সপ্রেস, আম্রপালি এক্সপ্রেস (আপ-ডাউন), মালওয়া সুপারফাস্ট এক্সপ্রেস (আপ-ডাউন), দাদার এক্সপ্রেস (আপ-ডাউন), শান-ই-পাঞ্জাব এক্সপ্রেস, পাঠানকোট এক্সপ্রেস। এছাড়াও উনচাহার এক্সপ্রেস, কালকা-শতাব্দী, পশ্চিম এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।