ভাঙল ব্যারিকেড, পরীক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা পুলিশের! কেস ঠুকল প্রশান্ত কিশোরের নামে
Protest: বিক্ষোভকারীদের ছত্রখান করতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে বলেই অভিযোগ। এদিকে, পুলিশ লাঠিচার্জ করার পর আন্দোলনকারীরা ডাক বাংলো রোডের দিকে এগোতে থাকে। ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে ফের একবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
পটনা: বছর শেষে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে ধুন্ধুমার। খণ্ডযুদ্ধ বাধল পুলিশ ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের মধ্যে। বিক্ষোভকারীদের উপরে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে।
যত কাণ্ড বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাকে ঘিরে। গত ১৩ ডিসেম্বর প্রিলিমিনার পরীক্ষা হয়। অভিযোগ ওঠে পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার। এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ-আন্দোলন শুরু। পরীক্ষার্থীদের দাবি, পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করার দাবিতে অনড় বিক্ষোভকারীরা। গতকাল, রবিবার তারা জেপি গোলামবারে পুলিশি ব্যারিকেড ভাঙে। পুলিশের সঙ্গে হাতাহাতি বাধে পটনার গান্ধী ময়দানেও।
#WATCH | Bihar | BPSC aspirants continue their protest in Patna’s Gandhi Maidan, demanding a re-exam to be held for the 70th BPSC prelims
Jan Suraaj Chief Prashant Kishor also present at the protest pic.twitter.com/q9qUrv6wTd
— ANI (@ANI) December 29, 2024
বিক্ষোভকারীদের ছত্রখান করতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে বলেই অভিযোগ। এদিকে, পুলিশ লাঠিচার্জ করার পর আন্দোলনকারীরা ডাক বাংলো রোডের দিকে এগোতে থাকে। ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে ফের একবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
অন্যদিকে, বিহারের জনসূরজ পার্টির নেতা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ছাত্রদের এই আন্দোলনে উসকানি দিয়েছিলেন পিকে, এমনটাই অভিযোগ।
পুলিশের কাছে প্রশান্ত কিশোর, তার দলের নেতা, কয়েকটি কোচিং সেন্টারের মালিক ও ৭০০ জন অজ্ঞাত পরিচয় আন্দোলনকারীর নামে মামলা দায়ের হয়েছে। বিনা অনুমতিতে জনসমাগম, তাদের আন্দোলনে উসকানি ও আইন-শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
পুলিশের সঙ্গে পিকে-র জন সূরজ পার্টির নেতাদেরও বাক-বিতণ্ডা হয়। পুলিশের লাউডস্পিকার ভেঙে দেওয়া থেকে শুরু করে অন ডিউটি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ আনা হয়েছে।