নয়া দিল্লি : করোনার পর নয়া আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। সমগ্র বিশ্বে এই মুহূর্তে সংখ্য়াটা প্রায় ২০ হাজারের গণ্ডি ছুঁইছুঁই। সেই সংখ্যায় ভারতের অবদান হল ৬। সোমবার দিল্লিতে দ্বিতীয় মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে দেশে মোট মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা হয়েছে ৬। এক, দুই করে এখন তা ছয়ে পৌঁছেছে। সোমবার সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, দিল্লি নিবাসী ৩৫ বছর বয়সী এক নাইজেরিয়ান ব্যক্তির নমুনা পরীক্ষায় মাঙ্কিপক্সের হদিশ মিলেছে। জানা গিয়েছে, তাঁর বিদেশ সফরের কোনও ইতিহাস নেই।
এর আগে দিল্লিতে মাঙ্কিপক্সে আরেক জন আক্রান্তের খোঁজ মিলেছিল। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে বর্তমানে দিল্লি সরকার পরিচালিত এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত পাঁচদিন ধরে তাঁর জ্বর রয়েছে। এছাড়াও তাঁর দেহে ফুসকুরি দেখা গিয়েছে। তাঁর দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যাওয়ার পরই তাঁর নমুনা পুনেতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV) পাঠানো হয়েছে। সেই রিপোর্ট সোমবার এসেছে। সন্ধেয় জানা গিয়েছে তাঁর মাঙ্কিপক্সের রিপোর্ট পজ়িটিভ এসেছে।
প্রসঙ্গত, রবিবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ গতকাল জানিয়েছিলেন, শনিবার কেরলের ত্রিশূরে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে ফিরেছিলেন। তার উপসর্গ দেখা দিতেই নমুনা পরীক্ষায় তা পজ়িটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শেষরক্ষা হয়নি। তবে তাঁর চিকিৎসা শুরু হতে দেরি হয়েছিল। তিনি প্রথমে তাঁর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর গোপন রেখেছিলেন।