Monkeypox : করোনার দোসর মাঙ্কিপক্স, দেশে দ্বিতীয় আক্রান্তের মিলল খোঁজ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 18, 2022 | 5:29 PM

Monkeypox In India : দেশে খোঁজ মিলল মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্য়ক্তির। কেরলের কন্নৌরে দ্বিতীয় আক্রান্তের খোঁজ মিলেছে।

Monkeypox : করোনার দোসর মাঙ্কিপক্স, দেশে দ্বিতীয় আক্রান্তের মিলল খোঁজ
প্রতীকী ছবি

Follow Us

তিরুবনন্তপুরম : করোনার পর আতঙ্কের নাম মাঙ্কিপক্স। এদিকে সমগ্র দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণ। তার মধ্যে মাঙ্কি পক্সের হানা। দেশে কিছুদিন আগেই মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তির খোঁজ মিলেছিল। এবার সোমবার মাঙ্কিপক্সে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির খোঁজ মিলল। দ্বিতীয় সংক্রমিত ব্যক্তিও কেরলের বাসিন্দা বলেই জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মিলেছে কন্নৌর জেলা থেকে। দেশের পরিস্থিতি এখন অনেকটা এক রামে রক্ষে নেই সুগ্রীন দোসর।

কেরল স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, ‘কন্নৌরের ৩১ বছরের ওই ব্যক্তি বর্তমানে পারিয়ারাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, রোগীর স্বাস্থ্যের অবস্থা সন্তোষজনক। তাঁর সঙ্গে সংস্পর্শে আসা ব্যক্তিদের উপর নজর রাখা হয়েছে।’ দিন কয়েক আগেই ভারতে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। কেরলেই প্রথম আক্রান্তের হদিশ মেলে। ৩৫ বছরের এক যুবকের দেহে মাঙ্কিপক্সের ভাইরাস মেলে। সেই ব্যক্তির মধ্যে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছিল। তারপরই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এবং তা পজ়িটিভ বের হয়। জানা গিয়েছিল, মাঙ্কিপক্সের রিপোর্ট পজ়িটিভ আসার দু’দিন আগেই তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছিল। রাজ্যের স্বাস্থ্য়মন্ত্রী বীণা জর্জ সেই সময় বলেছিলেন,’উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।’

মাঙ্কিপক্সের সংক্রমণের খবর প্রকাশ্য়ে আসতেই কেন্দ্রের তরফে সকল সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মাঙ্কিপক্সের সংক্রমণ গতিবিধির উপর নজর রাখা ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা চালু করার ক্ষেত্রে কেরল সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে স্মলপক্স বা গুটিবসন্তের মতো উপসর্গ দেখা দেয়। এর পাশাপাশি হালকা ও মৃদু জ্বরও থাকে। তবে মাঙ্কিপক্সে মৃত্যুরস হার খুবই কম। তাই মাঙ্কিপক্স নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক বিশেষজ্ঞকরা।

Next Article