বিরোধীদের হই-হট্টগোলে বিরক্ত কেন্দ্র, নির্দিষ্ট সময়ের আগেই ইতি পড়ছে বাদল অধিবেশনে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 11, 2021 | 11:12 AM

সূত্র অনুযায়ী, এ দিন দুপুর ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানেই তিনি লোকসভা স্থগিত করে দেওয়ার ঘোষণা করতে পারেন। অন্যদিকে রাজ্যসভায় ওবিসি বিল পাশ হয়ে যাওয়ার পরই অধিবেশন সম্পূর্ণরূপে স্থগিত করে দেওয়া হবে।

বিরোধীদের হই-হট্টগোলে বিরক্ত কেন্দ্র, নির্দিষ্ট সময়ের আগেই ইতি পড়ছে বাদল অধিবেশনে
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: বিরোধীদের বিক্ষোভের জেরে আজই মুলতুবি হয়ে যেতে পারে বাদল অধিবেশন। নির্দিষ্ট সময়ের আগেই সংসদ অধিবেশন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এর প্রধান কারণ হল বিরোধীদের হই-হট্টগোল।

বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষি আইন সহ একাধিক বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রতিদিনই লোকসভা ও বিধানসভঙার কার্যপ্রক্রিয়ায় বাধা দিয়েছেন তারা। নতুন মন্ত্রীদের পরিচয় করানো থেকে শুরু করে যে কোনও বিষয় নিয়ে কেন্দ্রের আলোচনায় বাধা দিয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ ছিঁড়ে ফেলায় সাসপেন্ডও হয়েছেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন। তবুও টনক নড়েনি বিরোধীদের। তারা লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়েই গিয়েছে।

সম্প্রতিই লোকসভার স্পিকার ওম বিড়লা সতর্ক করেছিলেন বিরোধী দলনেতাদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে সুষ্ঠভাবে অধিবেশন পরিচালনার কাজে সহায়তার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু বিরোধীরা তাতে সাড়া দেননি, নিজেদের দাবিতেই অনড় ছিলেন। সমালোচনায় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এই পরিস্থিতিতেই এ বার অধিবেশন স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। সূত্র অনুযায়ী, এ দিন দুপুর ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানেই তিনি লোকসভা স্থগিত করে দেওয়ার ঘোষণা করতে পারেন। অন্যদিকে রাজ্যসভায় ওবিসি বিল পাশ হয়ে যাওয়ার পরই অধিবেশন সম্পূর্ণরূপে স্থগিত করে দেওয়া হবে।

আগামী ১৩ অগস্ট অবধি বাদল অধিবেশন চলার কথা ছিল। তার দু’দিন আগেই অধিবেশন স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে সরকার। একদিকে যেমন বিরোধীদের হই-হট্টগোলে বিগত ১৯ দিন ধরেই অধিবেশন ব্যহত হয়েছে, তেমনই বিনা আলোচনাতেই ধ্বনিভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করিয়ে নিয়েছে সরকার। আটকে রয়েছে কেবল ওবিসি বিল। তবে বিরোধীরাও এই বিল পাশে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে এই বিল। এ দিন বাদল অধিবেশন এই বিল পাশ হলেই অধিবেশন স্থগিত করে দেওয়া হবে। আরও পড়ুন: আইন নয়, জনসংখ্যা নিয়ন্ত্রণে পূর্ব অভিজ্ঞতা থেকেই টোটকা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ! 

Next Article