UP Raid: এখনও চলছে জিএসটি দফতরের হানা, কনৌজের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২০০ কোটি টাকারও বেশি নগদ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 27, 2021 | 6:02 PM

GST Department Raid: এখনও পর্যন্ত ২০০ কোটি টাকারও বেশি নগদ এবং প্রচুর পরিমাণে সোনা ও রূপো উদ্ধার করা হয়েছে।

UP Raid: এখনও চলছে জিএসটি দফতরের হানা, কনৌজের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২০০ কোটি টাকারও বেশি নগদ
উত্তর প্রদেশের ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা (ছবি -এএনআই)

Follow Us

নয়া দিল্লি : উত্তর প্রদেশের ব্যবসায়ী পীয়ূশ জৈনের বাড়িতে এখনও আয়কর বিভাগের অভিযান চলছে। তার বাড়ি থেকে এখনও পর্যন্ত ২০০ কোটি টাকারও বেশি নগদ এবং প্রচুর পরিমাণে সোনা ও রূপো উদ্ধার করা হয়েছে। জিএসটির ইনটেলিজেন্স ইউনিট সূত্রে খবর, সোমবার সকালে উত্তর প্রদেশের কনৌজের তিনটি বাড়ি থেকে ১০৭ কোটি টাকা নগদ এবং আরও কোটি টাকার সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

কাকে সোনা বিক্রি করত ওই ব্যবসায়ী?

সূত্রের খবর, কনৌজের চুপট্টি এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী জিএসটি আধিকারিকদের বলেছেন তিনি তার ব্যবসা বাড়াতে পৈতৃক সোনা বিক্রি করে বছরের পর বছর ধরে নগদ সংগ্রহ করেছেন। তবে তিনি কাকে সোনা বিক্রি করেছেন, তা জিএসটি আধিকারিকদের বলতে পারেননি। ব্যবসায়ীর ছেলেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবারই গ্রেফতার ব্যবসায়ী

উল্লেখ্য, রবিবারই ব্যবসায়ী পীয়ূশ জৈনকে কর ফাঁকির অভিযোগে গ্রেফতার করেছে জিএসটির আধিকারিকরা। অভিযানের প্রথম দিন (বৃহস্পতিবার) পালিয়ে গিয়েছিলেন তিনি এবং বারবার ফোন করার পরে ফিরে আসেন বলে সূত্রের খবর।

কানপুর, কনৌজ, মুম্বাই এবং গুজরাটে পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি, কারখানা, অফিস, কোল্ড স্টোর এবং পেট্রোল পাম্পে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে ডিরেক্টর জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্সের আধিকারিকরা কানপুরে একটি কারখানাতে হানা দিয়েছিলেন। জানা গিয়েছে, ওই কারখানায় পান মশলা তৈরি হত। কারখানার মালিকের নাম এখনও প্রকাশিত করা হয়নি।

বৃহস্পতিবার সকালে কানপুর, মুম্বাই এবং গুজরাটে একযোগে অভিযান শুরু হয় এবং গভীর রাতে শেষ হয়। অভিযানের সময় নগদ ১৫০ কোটি টাকা পাওয়া গেছে বলে জানা গিয়েছে। মুম্বাইয়ের একটি দল অভিযানের নেতৃত্ব দেয় এবং সেই দলের তত্ত্বাবধানে কানপুরের আয়কর কর্মকর্তাদের দলও অভিযানে অংশগ্রহন করেছিল। আয়কর কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে দুটি সহ পীযূষ জৈনের প্রায় ৪০ টি কোম্পানি রয়েছে।

আরও পড়ুন : Covaxin for Children: কিশোর-কিশোরীদের টিকাকরণের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক! কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

Next Article