নয়া দিল্লি: বাংলায় সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Elections 2023)। ভোটে গরম বাংলায় শাসক-বিরোধী সব পক্ষই ময়দানে নেমে পড়েছে। আর ভোট ময়দানে বিজেপির অন্যতম হাতিয়ার রাজ্যের বর্তমান সরকারের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ। একের পর একে তাবড় নেতার গ্রেফতারি নিয়ে শাসক দলকে খোঁচা দিচ্ছে বিজেপি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জেলে রয়েছে নিয়োগ দুর্নীতির মামলায়। বীরভূমে দলের সংগঠনের দায়িত্ব যাঁর কাঁধে রেখে নিশ্চিন্তে ছিল তৃণমূল, সেই অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal) গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড়ে রয়েছেন। এই গোটা পরিস্থিতিকে কীভাবে দেখছেন মুকুল রায় (Mukul Roy)? বিজেপি বিধায়ক মুকুল এককালে তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন। তৃণমূলের রণকৌশল নির্ধারণে এককালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সেই মুকুল রায় মনে করছেন, পার্থ-অনুব্রত ‘চক্রান্তের শিকার’ হয়েছেন।
রাজধানী দিল্লিতে বুধবার এক সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুকুল রায়। তাঁর হঠাৎ দিল্লিযাত্রা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে, সেই নিয়ে কথা বলছিলেন। এরই মধ্যে পার্থ-অনুব্রতর গ্রেফতারি নিয়েও মন্তব্য করলেন তিনি। বললেন, ‘ এটা ঠিক নয়। রাজনীতিতে এমন হওয়া উচিত নয়। যে কোনও কারণে হয়ে গিয়েছে এটা। ওরা চক্রান্তের শিকার।’ যদিও রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মুকুল রায় এও বলেন, ‘অভিযোগ আসতে পারে। সেটির বিচার হবে। কিন্তু তৃণমূল খুব ভাল জায়গায় নেই।’ মুকুলের সংযোজন, ‘এর জন্য দায়ী বর্তমান শাসক দলই। দুর্নীতির অভিযোগের তদন্ত হবে, তারপর বিচার হবে এবং ফয়সলা হবে।’
তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেই নিয়েও মুকুলের স্পষ্ট বক্তব্য, তিনি বিজেপিতেই রয়েছেন। জানালেন, তৃণমূল ছাড়ার কোনও প্রশ্নই নেই। কারণ, তিনি কোনওদিন তৃণমূলে যোগই দেননি। আগামী দিনে নির্বাচনে বিজেপি বাংলায় ভাল ফল করবে বলেও আশাবাদী মুকুল। বাংলার থেকে লোকসভায় ৩৫ আসন জয়ের টার্গেট প্রসঙ্গে বললেন, ‘বাংলা থেকে ভাল ফল হবে বিজেপির। কতটা ভাল হবে, সেটা দেখতে হবে।’