Weather Update: ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি! বাংলা-সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 19, 2023 | 6:02 PM

Update About Rainfall: দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় দেশবাসীরা। সেই স্বস্তির খবর দিল মৌসম ভবন। আগামী দু'দিন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

Weather Update: ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি! বাংলা-সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
ফের তাপপ্রবাহের সতর্কতা
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: তীব্র দাবদাহে পুড়ছে দেশের একাধিক অংশ। গরমে হাঁসফাঁস করছেন দেশবাসীর একাংশ। এই পরিস্থিতিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। একটু বৃষ্টির আশায়। কবে একটু ঠান্ডা হবে ধরিত্রী? এবার এই ভ্যাপসা গরমের মধ্যেই কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এল মৌসম ভবন (IMD)। আগামী তিনদিন উত্তর-পশ্চিম ভারতজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলি সহ পশ্চিম হিমালয় অঞ্চলের কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও আগামী ২১ থেকে ২৩ এপ্রিল বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল মৌসম ভবন।

বৃ্ষ্টির পূর্বাভাস:

আগামী তিনদিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে মৌসম ভবন। এসব রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

এদিকে আগামী পাঁচদিন মধ্য় প্রদেশ, বিদর্ভ ও ছত্তীসগঢ় সহ মধ্য ভারতের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। আগামিকাল ২০ এপ্রিল মহারাষ্ট্র ও ছত্তীসগঢ়ে শিলাবৃষ্টিও হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতেও ২১ থেকে ২৩ এপ্রিল বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পূর্ব ভারতে আগামী পাঁচ দিন বজ্রপাত ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ থেকে ২২ এপ্রিল অরুণাচল প্রদেশ এবং ২১ ও ২২ এপ্রিল অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ অসম ও মেঘালয়েও শিলাবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের সতর্কতা:

এদিকে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আসার পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও পশ্চিম ভারতে তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানানো হয়েছে। তবে তারপর চারদিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। উত্তর-পশ্চিম ভারতে, আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তী তিন দিন ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৯ এপ্রিল পূর্ব উত্তর প্রদেশের বিচ্ছিন্ন এলাকাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

উত্তর-পশ্চিম ভারতে, আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী তিন দিন ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ১৯ এপ্রিল পূর্ব উত্তর প্রদেশের বিচ্ছিন্ন এলাকাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

বিহারের কিছু অংশে ১৯-২০ এপ্রিলের মধ্যে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ২১ এপ্রিল এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এদিকে এই পরিস্থিতিতে তাপপ্রবাহের প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দিনের উষ্ণতম সময় ঘরে থাকা, প্রচুর পরিমাণে জল পান করা এবং হালকা রঙের, আলগা-ফিটিং পোশাক পরার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Next Article
Mukul Roy: পার্থ-অনুব্রত ‘চক্রান্তের শিকার’, মানছেন বিজেপির মুকুল
Eknath Shinde: ‘অজিত পওয়ার যদি কয়েকজন বিধায়ক নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান…’, সতর্কবার্তা শিন্ডে শিবিরের