মুম্বই: জেলের মধ্যে রয়েছে কুখ্যাত অপরাধীরা। বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত সেই সব দুষ্কৃতীরা জেলের মধ্যেই যাতে নেশা করতে পারে, তার ব্যবস্থা করছে খোদ পুলিশকর্মী। এ রকমই বিস্ফোরক অভিযোগ উঠল মুম্বইয়ের একটি জেলে। জেলের কয়েদিদের মাদক সরবরাহের অভিযোগে ইতিমধ্যেই এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছেন কারাগার কর্তৃপক্ষ। বিষয়টি সামনে আসতেই ব্যাপক হইচই পড়েছে মুম্বইয়ের পুলিশ মহলে।
মুম্বই সেন্ট্রাল জেল মহারাষ্ট্রের অন্যতম বড় জেলখানা। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তদের ঠিকানা মুম্বইয়ের ওই জেল। জেলের মধ্যে বন্দিদের জন্য গাঁজা সরবরাহের অভিযোগ উঠেছে ওই জেলে কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে। অভিযুক্ত কনস্টেবলের নাম বিবেন্দ্র নায়েক। শুক্রবার জেলের মধ্যে তাঁর কাছ থেকে ৭১ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে নিষিদ্ধ কিছু ক্যাপসুল উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।
এই অভিযোগ উঠতেই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনএম যোশী মার্গ থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কত দিন ধরেই অভিযুক্ত এই মাদক পাচার চালাচ্ছিলেন, এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।