মাঝ আকাশে তখন বিমান, খবর এল ‘বোমা রাখা আছে’, ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2024 | 9:24 AM

Bomb Threat: রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। নিউইয়র্কের দিকে যাত্রা শুরু করতেই হঠাৎ খবর আসে, বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানে খবর দেওয়া হয়।

মাঝ আকাশে তখন বিমান, খবর এল বোমা রাখা আছে, ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। মাঝ আকাশ থেকেই তড়িঘড়ি রুট বদলিয়ে জরুরি অবতরণ করানো হল দিল্লি বিমানবন্দরে। যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে বিমান। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে বোমা রাখা আছে বলে উড়ো খবর আসে। সঙ্গে সঙ্গে বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়। যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তড়িঘড়ি বিমানের রুট বদল করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমান বন্দর সূত্রে খবর, রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। নিউইয়র্কের দিকে যাত্রা শুরু করতেই হঠাৎ খবর আসে, বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানে খবর দেওয়া হয়। এরপরই বিমানটি ঘুরিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বর্তমানে বিমানটি তল্লাশি করছে বম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং দিল্লি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয়পত্রও। তবে এখনও পর্যন্ত বিমানের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। এই বিষয়ে এয়ারলাইন্সের তরফেও কোনও বিবৃতি জারি করা হয়নি।

Next Article