Shocking News: পথকুকুরদের মারতে গিয়ে এয়ার গানের বুলেট মহিলার পায়ে, জেলে ৭২ বছরের ব্যক্তি
Mumbai Vasai: ধৃত জানান, তাঁর পোষ্যকে বিরক্ত করছিল পথকুকুর। তাই তিনি এয়ার গান চালান।

মুম্বই: এয়ার গান চালিয়ে পথ কুকুরদের জব্দ করতে গিয়েছিলেন ৭২ বছর বয়সী এক ব্যক্তি। অভিযোগ, সেই এয়ার গানের গুলিতে জখম হন এক মহিলা। এই ঘটনায় মুম্বইয়ের (Mumbai) বাসাইয়ের (Vasai) ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মাইকেল কুটিনহো।
জানা গিয়েছে, শুক্রবার সরিতা ভোর (২৮) সাইকেলে যাচ্ছিলেন। তিনি বাসাই ওয়েস্টের বাসিন্দা। সেই সময়ই কুটিনহো এয়ার গানটি চালান বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেন সরিতা। পুলিশকে সরিতা জানান, তিনি পরিচারিকার কাজ করেন। কাজ সেরে ফেরার সময় তিনি দেখেন, বাংলোর বাইরে এয়ার গান হাতে দাঁড়িয়ে কুটিনহো।
সরিতার অভিযোগ, কুটিনহো তাঁকে বাইসাইকেলে চেপে যেতে দেখেছিলেন। তারপরও এয়ার গান চালান। সেই বুলেট এসে ডান পায়ে লাগে। মাঝ রাস্তায় পড়ে যান তিনি। ক্ষত জায়গায় রক্তপাত শুরু হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। সরিতার কথায়, “আমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও ওই ব্যক্তি এগিয়ে আসেননি। উল্টে তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে পড়েন। সে সময় আরও কয়েকজন পরিচারিকা যাচ্ছিলেন। তাঁরাই আমাকে উদ্ধার করে নিয়ে যায়।” এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে পুলিশের কাছে অভিযোগ জানান সরিতা। যদিও কেন এমন ঘটনা ঘটালেন, এই প্রশ্নের জবাবে কুটিনহো পুলিশকে জানান, তাঁর লক্ষ্য ছিল পথকুকুর। কিন্তু কেন পথকুকুরকে হঠাৎ মারতে গেলেন কুটিনহো? তিনি জানান, তাঁর যে পোষ্য, সেটিকে গত কয়েকদিন ধরে খুবই উত্যক্ত করছিল রাস্তার কুকুরগুলি। বাংলোর বাইরে নিয়ে এলেই তাড়া করছিল। তাই তিনি এই কাজ করেন। পুলিশের ডিসিপি সঞ্জয়কুমার পাটিল বলেন, “ধৃতের বাংলো থেকে আমরা দু’টি এয়ার গান সিজ করেছি। ইন্ডিয়ান পেনাল কোডের একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। কুটিনহো ওই বাংলোর মালিক। সেখানে পরিবারের সঙ্গেই থাকেন তিনি।”
