মুম্বই: দেশে ডেল্টা প্লাস (Delta Plus Variant) হানা দিয়েছিল কয়েকমাস আগেই। এ বার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যুও হল। মুম্বইয়ে প্রথম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মৃত্যু হল এক ৬৩ বছরের বৃদ্ধার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, টিকার দুটি ডোজ় নেওয়ার পরও গত ২১ জুলাই এই বৃদ্ধা করোনা আক্রান্ত হন। মধুমেহ সহ একাধিক কো-মর্ডিবিটি(Co-morbidity)-ও ছিল তাঁর। সম্প্রতিই ওই বৃদ্ধা সহ একাধিক করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing)-র জন্য পাঠানো হয়। বুধবার সেই রিপোর্ট আসতেই দেখা যায় যে, ওই বৃদ্ধা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। উনি বাদে আরও ছয়জনের নমুনাতেও এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টের হদিস মিলেছে।
জানা গিয়েছে, ওই মহিলার সংস্পর্শে আসা দুইজনও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হল, ওই বৃদ্ধার ভ্রমণের কোনও ইতিহাস নেই। এই নিয়ে মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে দুইজনের মৃত্যু হল। এর আগে গত মাসে রত্নগিরিতে ৮০ বছরের এক বৃদ্ধারও মৃত্যু হয় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই বৃদ্ধা অক্সিজেন সাপোর্টে ছিলেন বিগত কয়েকদিন ধরে। তাঁকে রেমডিসিভিরও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না।
মঙ্গলবারই স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোলের প্রধান সুজিত সিং জানান, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ৮৬ টি নমুনায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। দেশের মধ্যেও ডেল্টা প্লাসে সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্রেই, সেখানে ৩৪জন ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ মিলেছে। এরপরই মধ্য প্রদেশে ১১ জন ও তামিলনাড়ুতে ১০ জনের নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে।
ইউরোপে প্রথম খোঁজ মেলা ডেল্টা ভ্যারিয়েন্টের অভিযোজিত এই ভ্যারিয়েন্ট এখনও অবধি ১২টি রাজ্যে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ভ্যারিয়েন্টকেও “অতি সংক্রামক” বলে ঘোষণা করা হয়েছে। বিশ্বেও একাধিক দেশে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। আরও পড়ুন: উদ্ধারকারী দলের আশঙ্কাই সত্যি! ভোরে উদ্ধারকার্য শুরু হতেই মিলল আরও ২টি দেহ, ধসে মৃত বেড়ে দাঁড়াল ১৫-এ