Spider-Man Thief: এই ‘স্পাইডার ম্যানে’র আবার দাঁত ভাঙা, অন্য লেভেলেই ‘স্কিল’! পুলিশ কর্তাদের ‘বিয়ন্ড ইমাজিনেশন’
Spider-Man Thief: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রোহিত রাথোড়। তাঁর বিরুদ্ধে ১৯টি চুরির মামলা রুজু হয়েছে। এমন কোনও অপরাধ নেই যা সে করেনি। বর্তমান প্রায় মুম্বইয়ের ডি এন নগর, কানডিভালি, বোরিভালি, ভাকোলা, সান্টাচুড়, দহিসার, কস্তুরবামার্গ সহ একাধিক জায়গা থেকে রোহিতের নামে অভিযোগ আসছিল থানায়।
মুম্বই: নাম ‘স্পাইডার ম্য়ান’। তবে কাজ কী করেন জানেন? কাজ হল চুরি করা। সেই কারণে ‘স্পাইডার ম্যান চোর’ নামেই এলাকায় পরিচিত গুণধর। বহুবার জেলে খেটেছে। তবুও স্বভাব বদলায়নি। তবে এইবার বারাবারি হয়ে গেল। দীর্ঘ চার মাস আগে চুরি করেছিল। কিন্তু, পুলিশকে এমন ঘোল খাইয়েছিল যে তাকে ধরা কার্যত মুশকিল হয়ে উঠেছিল পুলিশের কাছে। তবে ভাঙা দাঁতই চিনিয়ে দিল অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রোহিত রাথোড়। তাঁর বিরুদ্ধে ১৯টি চুরির মামলা রুজু হয়েছে। এমন কোনও অপরাধ নেই যা সে করেনি। বর্তমান প্রায় মুম্বইয়ের ডি এন নগর, কানডিভালি, বোরিভালি, ভাকোলা, সান্টাচুড়, দহিসার, কস্তুরবামার্গ সহ একাধিক জায়গা থেকে রোহিতের নামে অভিযোগ আসছিল থানায়। প্রতিটি জায়গাতেই চুরির ঘটনা। শেষে বোরিভালি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
জানা গিয়েছে, জুন মাসের ২২ তারিখে বোরিভালি এলাকার একটি অ্যাপার্টমেন্টের দোতলায় চুরি করতে ওঠে। তবে গৃহকর্তা তা দেখে ফেলায় রোহিত রান্নাঘরের জানালা থেকে নিচে ঝাঁপ দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’টি ভাঙা দাত খুঁজে পায়। তবে সিসিটিভি ফুটেজ দেখার পরও তাকে শনাক্ত করতে পারেনি। কারণ সেখানে তার মুখ পরিষ্কার বোঝা যায়নি।
তবে পুলিশ অনুমান করে যেহেতু সে উঁচু থেকে ঝাঁপ দিয়েছে সেই কারণে পায়ে চোট লাগতে পারে। এরপর প্রায় ৪০০টি হাসপাতালে গিয়ে চোরের খোঁজে অভিযান চালায় পুলিশ। শেষে হাসপাতাল থেকেই গ্রেফতার হয় অভিযুক্ত।