মুম্বই: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার প্রৌঢ়া। কাউকে না জানিয়ে সম্পত্তির অংশ থেকে ভাইদের বঞ্চিত করে সেই অংশ বেচে দেওয়ায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে মুম্বই পোস লোয়ার প্যারেল এলাকায়।
অভিযুক্ত মহিলার নাম আবিদা ইসমাইল। জানা গিয়েছে মুম্বই পুলিশ তাঁকে কর্নাটক থেকে গ্রেফতার করেছে। আবিদার দাদা আয়াজ কাপাডিয়ার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, আবিদার বাবা জাফার কাপাডিয়া দুই ভাই-বোনের নামে সম্পত্তি ভাগ করে রেখে যান। তবে আবিদা ১০০ কোটির সম্পত্তির ভাগ দাবি করে বসেন। এরপর ভুয়ো সম্পত্তির কাগজ তৈরি করে তা বিক্রি করে দেন। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন আবিদা। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।