Mumbai: পাঁচতারা হোটেলে লেখিকার ধর্ষণ! মুখ বন্ধ রাখতে হুমকি দিল দাউদ ইব্রাহিমের গ্যাং

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 16, 2022 | 4:17 PM

Mumbai: মুম্বইয়ের অভিজাত জুহু এলাকায় এক ৩৫ বছর বয়সী লেখিকাকে এক পাঁচ তারা হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ৭৫ বছর বয়সী ব্যবসায়ীর বিরুদ্ধে। তারপর, কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের গ্যাং তাঁকে হুমকিও দিয়েছে বলে অভিযোগ।

Mumbai: পাঁচতারা হোটেলে লেখিকার ধর্ষণ! মুখ বন্ধ রাখতে হুমকি দিল দাউদ ইব্রাহিমের গ্যাং
প্রতীকী চিত্র

Follow Us

মুম্বই: এক হাই প্রোফাইল ধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল মুম্বইয়ের অভিজাত জুহু এলাকা। এক ৩৫ বছর বয়সী লেখিকাকে এক পাঁচ তারা হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ৭৫ বছর বয়সী ব্যবসায়ীর বিরুদ্ধে। মহিলার অভিযোগ, ওই ব্যবসায়ী তাঁর কাছ থেকে দুই কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা ফেরত দেবেন বলেই তঁকে পাঁচ তারা হোটেলে ডেকেছিল ওই প্রৌঢ় ব্যবসায়ী। কিন্তু, হোটেলের বন্ধ ধরে টাকা ফেরত দেওয়ার বদলে তাঁকে ধর্ষণ করে ওই ব্যবসায়ী। তবে এখানেই এই ঘটনার শেষ নয়। কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের নাম করে তাঁকে হুমকিও দিয়েছেন ওই ব্যবসায়ী, এমনটাই দাবি ওই মহিলার। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

এই ঘটনার প্রেক্ষিতে মুম্বইয়ের আম্বোলি থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা লেখিকা। তাঁর অভিযোগ, তাঁর থেকে ২ কোটি টাকা ধার নিয়ে দীর্ঘদিন ধরে ফেরত দেয়নি ওই প্রৌঢ় ব্যবসায়ী। এই নিয়ে আলোচনার জন্যই তাঁকে জুহু এলাকার ওই পাঁচতারা হোটেলে ডাকা হয়েছিল। সেখানে ওই ব্যবসায়ীর সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। টাকা ফেরত নিয়ে কথা কাটাকাটির মধ্যেই তাঁকে ধর্ষণ করেন ৭৫ বছরের ব্যবসায়ী। লেখিকা বাধা দিলে, ওই ব্যবসায়ী জানায় ঘরে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের লোক। বাধা দিলে বিপদ হবে।

শুধু তাই নয়, পুলিশে অভিযোগ না করার বিষয়েও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন লেখিকা। তাঁর অভিযোগ ওই ঘটনার পর, তাঁর কাছে দাউদের গ্যাঙের নাম করে হুমকি ফোন এসেছিল। তাঁকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। ডি কোম্পানির নাম করে বলা হয়, ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলে বা এই বিষয়ে কাউকে কিছু জানালে তাঁকে মেরে ফেলা হবে। অভিযুক্ত ব্যবসায়ী ও তাঁর সঙ্গীরা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলেই দাবি করেছেন নির্যাতিতা লেখিকা।

আপাতত, আম্বোলি থানা থেকে এই মামলার তদন্তভার এমআইডিসি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লেখিরার অভিযোগ খতিয়ে দেখছে এমআইডিসি পুলিশ। অভিযোগকারী এবং অভিযুক্ত – দুজনেই সমাজের উঁচু স্তরের মানুষ হওয়ায় এই ঘটনা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই সঙ্গে, দাউদের ডি- কোম্পানির নাম জড়ানোয় এই মামলা অন্য মাত্রা নিয়েছে। সত্যি সত্যি এই ঘটনার সঙ্গে দাউদের গ্যাং-এর কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন প্রাসঙ্গিক ধারায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Next Article