New born Baby: বাথরুমের জানালা দিয়ে সদ্যোজাত সন্তানকে ছুড়ে দিল মা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 15, 2023 | 10:42 PM

সদ্যোজাতটিকে বহুতলের জানলা থেকে ছুড়ে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ। তখনও সদ্যোজাতটির নাড়ি কাটা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

New born Baby: বাথরুমের জানালা দিয়ে সদ্যোজাত সন্তানকে ছুড়ে দিল মা
প্রতীকী ছবি।

Follow Us

মুম্বই: দিল্লির ঘটনার পুনরাবৃত্তি মুম্বইয়ে। সদ্যোজাত সন্তানকে বাড়ির বাথরুমের জানালা দিয়ে ছুড়ে ফেলে দিল মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ে। বহুতলের জানলা থেকে রাস্তায় পড়ার পর বাঁচেনি সদ্যোজাতটি। তবে একাজ করে রেহাই পায়নি ১৯ বছরের তরুণীও। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৯ বছরের ওই তরুণী আদতে মুম্বইয়ের যাবতমলের বাসিন্দা। তিনি অবিবাহিত। তবে সন্তান হওয়ার পর নবি মুম্বইয়ের একটি বহুতলে উঠেছিলেন তিনি। সেই বহুতল থেকেই তিনি সদ্যোজাতটিকে বহুতলের জানলা থেকে ছুড়ে ফেলে হত্যা করেন বলে অভিযোগ। তখনও সদ্যোজাতটির নাড়ি কাটা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শনিবার সকালে ওই তরুণী পেটে ব্যথা অনুভব করেন। তিনি স্থানীয় হাসপাতালে গেলে তাঁকে নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এক শিশুর জন্ম দেন তরুণী। সন্তান জন্ম দেওয়ার পর ওই রাতেই তিনি নবি মুম্বই ফিরে আসেন এবং একটি বহুতলে ওঠেন। তারপর শনিবার রাতেই ওই বহুতলের বাথরুমের জানালা থেকে তরুণী তাঁর সন্তানকে ছুড়ে রাস্তায় ফেলে দেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে। কুমারী মা হওয়ার জন্যই লোকলজ্জার ভয়ে তিনি সন্তানকে জানলা থেকে ছুড়ে ফেলে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর দিল্লিতে ২০ বছর বয়সি এক অবিবাহিত যুবতি বাথরুমের জানলা থেকে তাঁর সদ্যজাত সন্তানকে ছুড়ে ফেলে দেন। তারপর পুলিশ সদ্যজাতটির দেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ওই যুবতির হদিশ পায়। তাঁর বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে।

Mumbai: 19-year-old woman throws

Next Article