বাঙালির সবচেয়ে বড় উৎসব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর তাকে ঘিরেই দিলির সবচেয়ে বড় পুজো, ‘টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ও। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এইব পুজো যেন লাইফস্টাইলের মেগা এক্সিবিশন। বিভিন্ন দেশের নানা সামগ্রীর ২৫০ বেশি স্টল রয়েছে এখানে। টিভি৯ নেটওয়ার্ক দ্বারা আয়োজিত এই উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা এই বিষয়ে বলেন, “দুর্গা পূজা হল চ্যানেলিং শক্তির উৎসব, যা আমরা সকলের কল্যাণে উৎসর্গ করি। উৎসবের সারমর্ম হল মাতৃত্বের শক্তি এবং জনসাধারণের পুজো। টিভি৯ নেটওয়ার্ক, ভারতের বৃহত্তম নেটওয়ার্ক হচ্ছে। , জাতির উন্নতির জন্য কাজ করে।”
টিভি৯ ফেস্টিভ্যালের দর্শকরা এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী লাইফস্টাইলের সঙ্গে নিজেদের পরিচয় করাতে পারেন। আন্তর্জাতিক প্রদর্শনী থেকে সুস্বাদু খাবার, প্রত্যেকের জন্য কিছু না কিছু থাকছেই।
লাইভ মিউজিক পারফরম্যান্স এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। সুফির ছন্দ, বলিউডের হিট সং বা স্থানীয় লোকসংগীত- যা পছন্দ করেন তাই শুনতে পাবেন এই জায়গায়।
সঙ্গীতপ্রেমীদের জন্য রয়েছে আরও নানা আকর্ষণ। সজ্জিত প্যান্ডেল, লাইভ মূর্তি এবং ভক্তিমূলক গান যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করে। তাই এই পুজোয় যেতেই হবে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’।