Modi Garba Song: প্রধানমন্ত্রীর লেখা গানেই তৈরি হল ‘গারবা’র মিউজিক ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 14, 2023 | 2:24 PM

Modi Garba Song: ওই গারবা-র গান ব্যবহার করার জন্য ভানুশালী ও তানিষ্ক বাগচীকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। শেয়ারও করেছেন ওই গানের ভিডিয়ো। তাঁর লেখা আরও একটি গান কয়েকদিনের মধ্যে প্রকাশ পাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Modi Garba Song: প্রধানমন্ত্রীর লেখা গানেই তৈরি হল গারবার মিউজিক ভিডিয়ো
নরেন্দ্র মোদী
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: সম্প্রতি নরেন্দ্র মোদী সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন এক্স মাধ্যমে। জানিয়েছেন ওই ভিডিয়ো তাঁকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ওই ভিডিয়োটিতে যে গান ব্যবহার করা হয়েছে, সেটি বহু বছর আগে লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই গান নিয়েই ভিডিয়োটি তৈরি করেছেন তানিষ্ক বাগচী। ভিডিয়োতে অভিনয় করেছেন ধ্বনি ভানুশালী। শনিবার ওই ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেন ধ্বনি ভানুশালী। আর সেটি রিটুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ওই গারবা-র গান ব্যবহার করার জন্য ভানুশালী ও তানিষ্ক বাগচীকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন, “আমি অনেক বছর আগে এই গানটা লিখেছিলাম। এই গান আমার অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। কয়েকদিন আগে আমি আরও একটি গারবার গান লিখেছি, নবরাত্রিকে সেটা প্রকাশ করব।”

ধ্বনি ভানুশালী জানিয়েছেন, তানিষ্ক বাগচী ও তাঁর ওই গানটি খুবই পছন্দ হয়েছিল। তাই সুর ও ছন্দে সেই গান বেঁধে ফেলেছেন তাঁরা।

গারবা হল গুজরাটি লোকনাচ। সাধারণত দুর্গা মূর্তিকে সামনে রেখে গোল করে নাচ করা হয় গারবায়। দেবীপক্ষের ৯ দিন ধরে পালিত হয় নবরাত্রি। আর সেই সময়েই এই গারবা নাচের প্রচলন আছে।

Next Article