ভয়ঙ্কর! হাইকোর্টে প্রধান বিচারপতির সামনেই নিজের গলা কেটে ফেললেন ব্যক্তি

Karnataka High Court: তবে পুলিশের তৎপরতায় প্রাণ রক্ষা করা যায় ওই ব্যক্তির। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে কোনও নোট উদ্ধার হয়নি যা থেকে বোঝা যাবে কেন হঠাৎ এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি।

ভয়ঙ্কর! হাইকোর্টে প্রধান বিচারপতির সামনেই নিজের গলা কেটে ফেললেন ব্যক্তি
প্রতীকী চিত্রImage Credit source: Freepik
Follow Us:
| Updated on: Apr 04, 2024 | 6:53 AM

বেঙ্গালুরু: ভর্তি এজলাস, চলছিল মামলার শুনানি। হঠাৎ এক ব্যক্তি দরজা ঠেলে ঢুকে পড়লেন। সোজা চলে গেলেন এজলাসে বসা প্রধান বিচারপতির সামনে। কোনও কথা বা দাবি-দাওয়া জানালেন না। সোজা নিজের গলাতেই চালালেন ছুরি। আদালতের ভিতরেই আত্মহত্যার চেষ্টা করলেন। বুধবার এই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কর্নাটক হাইকোর্ট। আদালতের ১ নম্বর হলে প্রধান বিচারপতি নিলয় বিপিনচন্দ্র আনজারিয়ার সামনেই আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তি আদালতের ভিতরেই আত্মহত্যার চেষ্টা করেন, তার নাম শ্রীনীবাস। মাইসোরের বাসিন্দা তিনি। বুধবার তিনি কর্নাটক হাইকোর্টে আসেন। হল ওয়ানের সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে একটি ফাইল ধরিয়ে দিয়ে সোজা আদালত কক্ষের ভিতরে চলে যান। কী হচ্ছে, কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি প্রধান বিচারপতির সামনে নিজের গলা কেটে ফেলেন।

তবে পুলিশের তৎপরতায় প্রাণ রক্ষা করা যায় ওই ব্যক্তির। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে কোনও নোট উদ্ধার হয়নি যা থেকে বোঝা যাবে কেন হঠাৎ এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি।

গোটা ঘটনায় স্তম্ভিত প্রধান বিচারপতি আঞ্জারিয়াও। হাইকোর্টে এই ধরনের নিরাপত্তায় গাফিলতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ছুরি নিয়ে কীভাবে আদালতের ভিতর প্রবেশ করলেন ওই ব্যক্তি, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

তবে কী কারণে হঠাৎ আদালতে এসে প্রধান বিচারপতির সামনে আত্মহত্যার চেষ্টা করলেন ওই ব্যক্তি, তা এখনও জানা যায়নি। আদালতের তরফে ওই ব্যক্তির আনা ফাইল গ্রহণ করতেও অস্বীকার করা হয়েছে যেহেতু তা কোনও আইনজীবীর মাধ্যমে পেশ করা হয়নি।