ইম্ফল: ‘এডিটরস গিল্ড অব ইন্ডিয়া’র সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মণিপুর রাজ্য সরকার। সরকারের অভিযোগ, এডিটরস গিল্ডের পক্ষ থেকে রাজ্যে আরও সংঘর্ষ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সোমবার (৪ সেপ্টেম্বর), ইম্ফলে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরের হিংসা বিষয়ে সংবাদমাধ্যমগুলি প্রতিবেদন সম্পর্কে এডিটরস গিল্ডের ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের এক প্রতিবেদন প্রকাশ করেছে। এই ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের এই প্রতিবেদনের প্রেক্ষিতে এডিটরস গিল্ডকে চরম কটাক্ষ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিবেদনের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গিল্ডের সদস্যদের সতর্ক করে তিনি ঘটনাস্থল পরিদর্শন করার উপদেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই দলের সদস্যদের ঘটনাস্থলে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখে এবং সমস্ত সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করা উচিত।
#WATCH | Manipur CM N Biren Singh says, “…I also give a warning to the members of the Editors Guild, if you want to do something, then do visit the spot, see the ground reality, meet the representatives of all communities and then publish what you found. Otherwise, meeting some… pic.twitter.com/hqy5lfwzCE
— ANI (@ANI) September 4, 2023
এন বীরেন সিং বলেন, “এডিটরস গিল্ডের সদস্যদের আমি সতর্ক করে দিতে চাই। আপনারা যদি কিছু করতে চান, তাহলে ঘটনাস্থল পরিদর্শন করুন। বাস্তবতা দেখুন, সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করুন। তারপর, আপনারা যা তথ্য পাবেন, তা প্রকাশ করুন। শুধুমাত্র, কিছু নির্দিষ্ট অংশের জনগণের সঙ্গে দেখা করে কোনও সিদ্ধান্তে আসাটা অত্যন্ত নিন্দনীয়। রাজ্য সরকার এডিটরস গিল্ডের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তারা মণিপুরে আরও সংঘর্ষ তৈরির চেষ্টা করছে।”
EGI releases the Report of the Fact-Finding Mission on Media’s Reportage of the Ethnic Violence in Manipur.
Report attached with this post, as well as available for download at the link below https://t.co/Q1cwQTfJmH 1/6 pic.twitter.com/hlTzJBD5QM
— Editors Guild of India (@IndEditorsGuild) September 2, 2023
মণিপুরে হিংসার বিষয়ে সংবাদমাধ্যমগুলি কীভাবে রিপোর্ট করছে, তা দেখার জন্য সম্প্রতি মণিপুরে গিয়েছিল এডিটরস গিল্ডের একটি ক্রাউডফান্ডেড ফ্যাক্ট-ফাইন্ডিং দল। শনিবার (২ সেপ্টেম্বর) তারা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। সংঘাতের সময় মণিপুর সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে সেই রিপোর্টে। রিপোর্টে বলা হয়েছে, “জাতিগত সংঘর্ষের সময় প্রশাসনের কোনও পক্ষ অবলম্বন করা উচিত নয়। কিন্তু, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হিসেবে তার দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে মণিপুর সরকার। সমগ্র রাজ্যের প্রতিনিধি হিসেবে তাদের কাজ করা উচিত ছিল।” স্বাভাবিকভাবেই এই রিপোর্ট অস্বস্তিতে ফেলেছে মণিপুর সরকারকে। এরপরই, সরকারের পক্ষ থেকেএডিটরস গিল্ডের বিরুদ্ধে পদক্ষেপ করা হল।