নয়া দিল্লি: অযোধ্যা প্রসঙ্গে কংগ্রেস নেতা সলমন খুরশিদের বই নিয়ে যেন বিতর্ক কিছুতেই কমছে না। আর এরই মধ্যে বর্ষীয়ান কংগ্রেস নেতার নৈনিতালের বাড়িতে অগ্নি সংযোগ। তিনি নিজেই তাঁর ফেসবুকে বাড়িতে আগুন লাগার সেই ভিডিয়ো শেয়ার করেছেন।
যাবতীয় সমস্যার সূত্রপাত সলমন খুরশিদের বইটিকে ঘিরে। সদ্য প্রকাশিত ওই বইটি ভোটের আগে বেশ বিপাকে ফেলেছে কংগ্রেস শিবিরকেও। ওই বইতে আইসিস এবং হিন্দুত্বকে সমান্তরালভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ। যদিও খুরশিদের বক্তব্য আইসিস ও হিন্দুত্ব যে একই, এমন কোনও কথা তিনি বলেন। ইংরেজিতে ভুল ছাপা হয়েছে। ওই বইয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই চাপা উত্তেজনা বাড়ছিল। আর এরই মধ্যে খুরশিদের নৈনিতালের বাড়িতে আগুন লাগিয়ে দিল একদল উত্তেজিত জনতা।
— Salman Khurshid (@salman7khurshid) November 15, 2021
সলমন খুরশিদের ফেসবুকে যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুজন ব্যক্তি বালতি বালতি জল ছুড়ে ওই আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনায় এখনও পর্যন্ত রাকেশ কপিল এবং আরও ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমায়ুনের ডিজিআই নীলেশ আনন্দ।
This is disgraceful. @salman7khurshid is a statesman who has done India proud in international forums &always articulated a moderate, centrist, inclusive vision of the country domestically. The mounting levels of intolerance in our politics should be denounced by those in power. https://t.co/OQFBoN1Pgw
— Shashi Tharoor (@ShashiTharoor) November 15, 2021
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর। টুইটারে তিনি লিখেছেন, “এটি লজ্জাজনক। সলমন খুরশিদ হলেন এমন একজন নেতা, যিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতকে বিভিন্ন সময়ে গর্বিত করেছেন এবং দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে সব সময় একটি মধ্যপন্থা অবলম্বন করেছেন। আমাদের রাজনীতিতে অসহিষ্ণুতার মাত্রা ক্রমেই বাড়ছে। যারা ক্ষমতায় রয়েছে, তাদের এর নিন্দা করা উচিত।”
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার নতুন বই, “সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইমস” প্রকাশ করার পর থেকেই বিতর্কের শিরোনামে। বিতর্কের কেন্দ্রে বইটির একটি অংশ। সেখানে বলা হয়েছে, “ঋষি ও সাধুদের কাছে পরিচিত সনাতন ধর্ম এবং ধ্রুপদী হিন্দুধর্মকে ‘হিন্দুত্বের একটি শক্তিশালী সংস্করণ’ দ্বারা একপাশে ঠেলে দেওয়া হয়েছে। যা সমস্ত মানদণ্ডে আইসিস এবং জিহাদি ইসলামিক গোষ্ঠীর মতো একটি রাজনৈতিক সংস্করণ। ”
বিজেপি এই বইয়ের প্রকাশের পর তীব্র আক্রমণ শানিয়ে বলেছে, খুরশিদের মন্তব্য হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে এবং অভিযোগ করেছে যে কংগ্রেস “সাম্প্রদায়িক রাজনীতি”র পথ বেছে নিয়েছে।
আরও পড়ুন : Congress on Pollution: ‘জবাবদিহি করার সময় এসেছে, শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র ও দিল্লি’, আক্রমণ কংগ্রেসের