ভোপাল: কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) আগত বিদেশি অতিথিদের (Cheetah) নতুন নামকরণ হল। এবার দেশবাসীর মতামতের ভিত্তিতেই নামকরণ হল নামিবিয়া (Namibia) থেকে নিয়ে আসা চিতাগুলির। বৃহস্পতিবার কুনো জাতীয় উদ্যানের তরফে এমনটাই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (PM Narendra Modi) গত বছরের ২৫ সেপ্টেম্বর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতের বিদেশি অতিথিদের কী নাম দেওয়া যায়, সে ব্যাপারে দেশবাসীর পরামর্শ চেয়েছিলেন। তাঁর সেই আবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১ হাজার ৫৬৫টি নাম কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জমা পড়েছে। সেগুলি থেকেই ১১টি নাম নির্বাচন করে চিতাগুলির নামকরণ করা হল বলে কুনো জাতীয় উদ্যানের তরফে বিবৃতি দেওয়া হয়েছে।
কুনো জাতীয় উদ্যান সূত্রে জানা গিয়েছে, নামিবিয়া থেকে আগত চিতাগুলির মধ্যে আপাতত কয়েকটির নাম বদল করা হয়েছে। যেমন, একটি স্ত্রী চিতার নাম ছিল আশা, বর্তমানে দেশবাসীর পরামর্শের ভিত্তিতে সেটির নতুন নামকরণ হল আসা। আবার কেএনপি থেকে দু-বার বেরিয়ে পড়া পুরুষ চিতা ওবানের নাম বদল করে নতুন নামকরণ হল পাভান। আবার ফিন্দা-র নাম বদল করে নতুন নামকরণ হল দাক্ষা। মাপেসু-র নতুন নামকরণ হয়েছে নির্ভা।
প্রসঙ্গত, স্বাধীনতার ৭০ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে ফের আসে চিতা। দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে দু-দফায় মোট ১২টি চিতা আনা হয়। প্রথম দফায় গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮টি চিতা মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়েন। পরে আরও ৪টি চিতা কুনোয় ছাড়া হয়। যদিও কয়েক মাসের মধ্যেই একটি চিতার মৃত্যু হয়েছে। তবে বাকিগুলি বর্তমানে বহাল তবিয়তে রয়েছে। এবার সেগুলিরই নতুন নামকরণের পালা শুরু হল।