Narayan Murthy on Rishi Sunak: জামাইয়ের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কী বললেন নারায়ণ মূর্তি?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 25, 2022 | 10:44 AM

Narayan Murthy on Rishi Sunak: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাঁর এই জয়ের পর অভিনন্দন জানিয়েছেন তাঁর শ্বশুর নারায়ণ মূর্তি।

Narayan Murthy on Rishi Sunak: জামাইয়ের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কী বললেন নারায়ণ মূর্তি?
স্ত্রীর সঙ্গে ঋষি সুনক। ছবি: ইন্সটাগ্রাম।

Follow Us

নয়া দিল্লি: ৪২ বছর বয়সে ব্রিটেনের মসনদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী বরিস জনসন ও পেনি মরডন্ট নিজেদের নাম প্রত্যাহার করার পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রীর গদি হাশিল করেছেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। তাঁর এই জয়ে যেরকম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন সেরকমই নিজের মনের কথা প্রকাশ করেছেন তাঁর শ্বশুরমশাই তথা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি (Narayan Murthy)। জামাইয়ের  এই জয়ে উচ্ছ্বসিত তিনিও। গর্বে বুক ফুলে উঠছে তাঁর। তিনি জানিয়েছেন, ‘আমরা তাঁকে নিয়ে খুব গর্বিত এবং ওর সাফল্য কামনা করি।’

ঋষি সুনক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় নারায়ণ মূর্তি জানিয়েছেন, ‘ঋষিকে অভিনন্দন। আমরা ওকে নিয়ে গর্ববোধ করি। ওর কাজে সফল হোক সেটাই কামনা করি।’ তিনি আরও বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে যুক্তরাজ্যের মানুষের জন্য ও নিজের সর্বস্ব দিয়ে কাজ করবে।’ উল্লেখ্য, ব্রিটেনের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পদে আসীন হবেন। বরিস জনসন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াইয়ে সামিল হয়েছিলেন ঋষি সুনক। সংসদের কনজারভেটিভ পার্টি সদস্যের তরফে সমর্থনও পেয়েছিলেন তিনি। শেষ ধাপ অবধি গিয়েও পরে টোরি পার্টি সদস্য়ের ভোটে লিজ়ের থেকে পিছিয়ে যান সুনক। বরিসের উত্তরসূরি হিসেবে আসনে বসেন লিজ় ট্রাস। ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। তবে তাঁর সেই মেয়াদ দীর্ঘদিন স্থায়ী হল না। ৪৫ দিনের রাজ্যপাটে নিজের দলের সদস্যের ক্ষোভের মুখে পড়েছিলেন ট্রাস।

তাঁর প্রকাশিত মিনি বাজেটের পর থেকেই বিরোধ চরমে ওঠে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ট্রাস। সেই সময় থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুনকের নাম উঠে আসে।  দৌড়ে সামিল হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী  পেনি মরডন্ট। তবে সেই দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন বরিস ও পেনি মরডন্ট। তারপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন সুনক।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত হয়েও প্রধানমন্ত্রীর গদিতে বসে ইতিহাস গড়েছেন সুনক। তাঁর দাদু ছিলেন পঞ্জাবের বাসিন্দা। সুনকের আরও একটি ভারতীয় যোগ রয়েছে। তাঁর স্ত্রী ভারতীয়। ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে ২০০৯ সালে বিয়ে করেন ঋষি। তাঁদের দু’জনের দুই মেয়েও রয়েছে। তবে প্রথমে এই জামাইয়ের উপর সহৃদয় না হলেও আজ সুনকের এই প্রাপ্তিতে গর্বিত ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা।

 

Next Article