AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রীর, বিপর্যয়ে সাহায্যের আশ্বাস ভারতের

Sri Lanka: শেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়ার জেরে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩৪-এ। এখনও ৩৭০ জনের কোনও খোঁজ নেই। ব্যাপক ক্ষতি হয়েছে ক্যান্ডি, নুওয়ারা, এলিয়া ও মাতালে জেলায়। ওই সব জেলায় বহু প্রান্তিক মানুষ বসবাস করেন। প্রশাসনের দেওয়া তথ্য বলছে, মোট ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘরছাড়া অন্তত ২ লক্ষ।

Narendra Modi: শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রীর, বিপর্যয়ে সাহায্যের আশ্বাস ভারতের
Image Credit: PTI
| Updated on: Dec 02, 2025 | 12:58 PM
Share

নয়া দিল্লি: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় কার্যত ধ্বংসলীলা চালিয়েছে সাইক্লোন দিতওয়া। মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে কথোপকথনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মোদী, সেই সঙ্গে শ্রীলঙ্কার পরিস্থিতির জন্য় উদ্বেগও প্রকাশ করেছেন। ভারত যেভাবে সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দিশানায়েকে।

‘অপারেশন সাগর বন্ধু’ নামে শ্রীলঙ্কায় উদ্ধারকাজ চালাচ্ছে ভারত। সেই সাহায্য জারি থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। এই কঠিন সময়ে যে ভারত সবরকম সাহায্য করবে, সে কথাই বলেছেন তিনি। উদ্ধারকাজের পাশাপাশি ত্রাণও দেওয়া হচ্ছে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্রে। আগামিদিনেও ভারতের অবস্থান একই থাকবে। শ্রীলঙ্কায় যাতে দ্রুত সব পরিষেবা স্বাভাবিক হয়, দৈনন্দিন জীবন-যাপনে যাতে স্বাভাবিক, তার জন্যই সবরকম সাহায্য করছে ভার। মোদী ও দিশানায়েকে, দুজনই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়ার জেরে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩৪-এ। এখনও ৩৭০ জনের কোনও খোঁজ নেই। ব্যাপক ক্ষতি হয়েছে ক্যান্ডি, নুওয়ারা, এলিয়া ও মাতালে জেলায়। ওই সব জেলায় বহু প্রান্তিক মানুষ বসবাস করেন। প্রশাসনের দেওয়া তথ্য বলছে, মোট ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘরছাড়া অন্তত ২ লক্ষ।

সাইক্লোন দিতওয়ার জেরে শ্রীলঙ্কার উপকূল ঘেঁষা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফুঁসে উঠেছিল সমুদ্র। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে জায়গায় জায়গায়। ভারত সরকার অপারেশন সাগর বন্ধুর অধীনে ৮০ সদস্যের এনডিআরএফ টিম পাঠিয়েছে উদ্ধার ও ত্রাণকাজের জন্য।