Cyclone Ditwah Effect: ঘূর্ণিঝড় দিতওয়াহা কাড়ল ৩৩০ প্রাণ, শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে অপারেশন ‘সাগরবন্ধু’ চালাচ্ছে ভারত
Cyclone Ditwah in Sri Lanka: দিতওয়াহা আছড়ে পড়ার আগেই বিগত কয়েকদিন ধরে লাগাতার একটানা বৃষ্টি হচ্ছিল শ্রীলঙ্কা জুড়ে। এর জেরে হড়পা বান ও ভূমিধস নামে। এরপরে ঘূর্ণিঝড় আছড়ে পড়তেই গোটা দেশ তোলপাড় হয়ে যায়। শ্রীলঙ্কার মধ্য পার্বত্য এলাকা ও পূর্বের উপকূলবর্তী এলাকা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলম্বো: ভারতে তেমন প্রভাব ফেলতে না পারলেও, শ্রীলঙ্কায় (Sri Lanka) কার্যত তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় দিতওয়াহা (Cyclone Ditwah)। যত দিন কাটছে, ততই বিপর্যয়ের ভয়াবহ চিত্র সামনে উঠে আসছে। ভেঙে পড়েছে বাড়িঘর, পাহাড় থেকে নেমেছে ধস, কার্যত তোলপাড় হয়ে গিয়েছে একের পর এক শহর। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় এটিই সবথেকে ভয়াবহ ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩০০ পার করে গিয়েছে।
দিতওয়াহা আছড়ে পড়ার আগেই বিগত কয়েকদিন ধরে লাগাতার একটানা বৃষ্টি হচ্ছিল শ্রীলঙ্কা জুড়ে। এর জেরে হড়পা বান ও ভূমিধস নামে। এরপরে ঘূর্ণিঝড় আছড়ে পড়তেই গোটা দেশ তোলপাড় হয়ে যায়। শ্রীলঙ্কার মধ্য পার্বত্য এলাকা ও পূর্বের উপকূলবর্তী এলাকা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত এলাকায় রাস্তাঘাট হড়পা বানে সম্পূর্ণ ধুয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেশের বাকি অংশের সঙ্গে।
#WATCH | Under Operation Sagar Bandhu, Chetak helicopters from INS Vikrant carried out Search and Rescue sorties in Sri Lanka today, supporting people affected by Cyclone Ditwah. India stands firmly with Sri Lanka in this difficult time, working together to save lives and extend… pic.twitter.com/LMqVlMXPZ7
— ANI (@ANI) November 29, 2025
বিপদসীমার উপর দিয়ে বইছে কলম্বোর কেলানী নদী। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। স্কুলগুলিকে আপাতত ত্রাণশিবির হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৩৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া ২০ হাজারেরও বেশি মানুষ।
শ্রীলঙ্কা প্রশাসন যেমন উদ্ধারকাজ চালাচ্ছে, তেমনই ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত সরকার অপারেশন সাগর বন্ধুর অধীনে ৮০ সদস্যের এনডিআরএফ টিম পাঠিয়েছে উদ্ধার ও ত্রাণকাজের জন্য। শনিবারই ২১ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে আইএএফ-সি-১৩০জে এবং আইএল-৭৬-তে করে। আইএনএস সুকন্যাও বিশাখাপত্তনম থেকে ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে শ্রীলঙ্কার উদ্দেশে। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।
