Modi in Bhopal: ‘তৃণমূলের দুর্নীতি ২৩ হাজার কোটি টাকারও বেশি, বাংলার মানুষ ভুলবে না’

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 27, 2023 | 3:53 PM

Narendra Modi in Bhopal: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ২৩ হাজার কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলার মানুষ কখনও এই সকল দুর্নীতির কথা ভুলতে পারবেন না বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi in Bhopal: তৃণমূলের দুর্নীতি ২৩ হাজার কোটি টাকারও বেশি, বাংলার মানুষ ভুলবে না
মধ্য প্রদেশের ভোপালের জনসভায় নরেন্দ্র মোদী

Follow Us

ভোপাল: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ২৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৭ জুন), মধ্য প্রদেশের ভোপালে বিজেপির বুথ স্তরের কর্মীদের এক সভায় দুর্নীতি নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রসঙ্গেই বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতির তালিকা খুলে বসেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও ২৩ হাজার কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। রোজ ভ্যালি দুর্নীতি, সারদা দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু চুরি দুর্নীতি, কয়লা চুরি দুর্নীতি – বাংলার মানুষ কখনও এই সকল দুর্নীতির কথা ভুলতে পারবেন না।” তবে শুধু তৃণমূল কংগ্রেসই নয়, দুর্নীতি প্রসঙ্গে এদিন সামগ্রিকভাবে সকল বিরোধী দলকেই আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত বিরোধীরা।

বুথ কমিটির সদস্যদের এই সভাটি ভোপালে অনুষ্ঠিত হলেও, সারা দেশ থেকেই বিজেপির বুথ কমিটির সদস্যরা এদিনের সভায় যোগ দিয়েছিলেন। কেউ কেউ সরাসরি উপস্থিত ছিলেন সভায়, বাকিরা যোগ দিয়েছিলেন ভার্চুয়াল মাধ্যমে। সেখানেই, বিরোধীদের জোটের প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রী জানান, দিন কয়েক আগে বিরোধীরা এক ‘ছবি তোলার অনুষ্ঠানে’ যোগ দিয়েছিলেন। সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সম্মিলিত দুর্নীতির পরিমাণ ২০ লক্ষ কোটি টাকার বেশি। তিনি জানান, ইদানিং বিরোধীরা একটি শব্দ খুব ব্যবহার করছে। শব্দটি হল ‘গ্যারান্টি’। তাদের এই গ্যারান্টির অর্থ, দুর্নীতির গ্যারান্টি বা দুর্নীতির নিশ্চয়তা। তিনি বলেন, “দেশকেই ঠিক করতে হবে, তারা এই দুর্নীতির গ্যারান্টি চায় কিনা।”

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, শুধু কংগ্রেসের বিরুদ্ধেই লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন কয়লা দুর্নীতি, ২জি দুর্নীতি, কমনওয়েল্থ দুর্নীতি, মনরেগা দুর্নীতি, হেলিকপ্টার-সাবমেরিন দুর্নীতির কথা। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাড়াও আরজেডি, ডিএমকে, এনসিপি-র মতো দলের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলিও তুলে ধরেন তিনি। মোদী বলেন, “এই দলগুলির দুর্নীতির মিটার কখনও ডাউন হয় না। ওরা শুধু দুর্নীতিই জানে।” তিনি আরও জানান, বিরোধীরা যেমন দুর্নীতির গ্যারান্টি দিচ্ছে, তেমন তাঁরও এক গ্যারান্টি আছে। সেটা হল, সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করার, ব্যবস্থা নেওয়ার গ্যারান্টি। তাঁর মতে, বিরোধী নেতাদের দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকার ব্যবস্থা নিচ্ছে বলেই এখন তারা একজোট হওয়ার চেষ্টা করছে।

Next Article