১০০ বছর বয়সে জীবনাবসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মায়ের শেষ যাত্রায় সঙ্গে থাকলেন প্রধানমন্ত্রী।
এদিন সকালে খবর পেয়েই আমেদাবাদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুল দিয়ে প্রথমে মা-কে শ্রদ্ধা জানান তিনি।
পরে শববাহী গাড়িতে তোলার সময় নিজে কাঁধ দেন নরেন্দ্র মোদী। এরপর শববাহী গাড়িতে নিয়ে যাওয়ার সময় হীরাবেনের পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী। আমেদাবাদ থেকে গান্ধীনগরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
গান্ধীনগরে প্রধানমন্ত্রীর ভাই সোমাভাই মোদী সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মায়ের মুখাগ্নি করেন মোদী। শুক্রবারই সব রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
মায়ের সঙ্গে গুজরাটের বাড়িতে দেখা করতে যেতেন প্রধানমন্ত্রী মোদী। ডিসেম্বরেও গুজরাটের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন তিনি।
মাত্র ১৭ বছর বয়সে সংসার তথা পরিবার ত্যাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর মা-কে নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু গুজরাটে থাকতেই পছন্দ করতেন হীরাবেন মোদী।