বেঙ্গালুরু: দেশে ফিরেই সোজা ইসরো (ISRO)-র দফতরে যাবেন, আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শনিবার সকালে তিনি সরাসরি অবতরণ করেন বেঙ্গালুরুতে। বিমানবন্দরে নেমে সোজা চলে যান ইসরো-র দফতরে। বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য তিনি যে ঠিক কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সে কথা এদিন বারবার বলেন প্রধানমন্ত্রী। এত সকালে সবার ঘুম ভাঙিয়ে তিনি যে অস্বস্তি বোধ করছেন, সেটাও প্রকাশ করেছেন এদিন।
এদিন সকালে বেঙ্গালুরু-র HAL বিমানবন্দরের বাইরে ছিল বহু মানুষের ভিড়। বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁদের উদ্দেশে বক্তব্য পেশ করেন মোদী। তিনি জানান, কর্নাটকের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে আসার কথা জানিয়েছিলেন তিনি। তবে তিনি বলেছিলেন, এত সকালে আধিকারিকদের ডাকার প্রয়োজন নেই। তিনি ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেই ফিরে যাবেন। তা সত্ত্বেও প্রোটোকলে কোনও খামতি ছিল না, তাই কর্নাটক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ইসরো-র দফতরে গিয়ে কথা বলার সময় কার্যত আবেগ ধরে রাখতে পারেননি মোদী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন দফতরে উপস্থিত ছিলেন ইসরো-র সব কর্মী-আধিকারিকরা। তাঁদের উদ্দেশে বক্তব্য রাখার সময় মোদী বলেন, “আমার অস্থিরতা, আপনাদের মুস্কিল। এত সকালে… এত অদ্ভুত সময়ে আমি এলাম।” তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। মনে হচ্ছিল কখন আপনাদের প্রণাব জানাব। তার জন্য হয়ত আপনাদের একটু কষ্ট হয়েছে।’
২৩ অগস্টের কথা বলতে গিয়ে এদিন গলা কেঁপে ওঠে তাঁর। মোদী বলেন, “সেদিনের সাফল্যের প্রত্যেকটা মুহূর্ত আমি এখনও ভুলতে পারছি না।”