ভোটের ফল প্রকাশের পর ফের স্বমহিমায় নরেন্দ্র মোদী। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে জড়ো হয়েছিলেন বিজেপি-সহ এনডিএ-র বিভিন্ন শরিক দলের সাংসদরা। সেখানে নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের নেতা নির্বাচন করা হয়। এর পর মোদী যান লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীর মতো নেতাদের বাড়িতে। তাঁদের বাড়িতে গিয়ে আগামী সরকারের শপথের আগে আশীর্বাদ নিয়ে আসেন। এর তিনি যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেখানে গিয়ে সরকার গড়ার আবেদন জানান। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনের লনেই ফের ভাষণ দেন মোদী। সেই ভাষণেই তিনি জানান, রবিবার তাঁকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
সেন্ট্রাল হলের ভাষণে সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশন নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল মোদীর গলায়। কিন্তু রাষ্ট্রপতি ভবনের ভাষণে নির্বাচন জুড়ে অক্লান্ত পরিশ্রমের জন্য দেশের সংবাদমাধ্যম কর্মীদের সুস্থতা কামনা করেন। এর পাশাপাশি তাঁর নেতৃত্বাধীন সরকার কোন পথে চলবে তার দিশা দেখিয়েছেন মোদী। বিকাশের পথে দেশকে চালিত করে দেশবাসীর আশা আকাঙ্খা পূরণ করা যে তাঁর নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য হবে, তা জানান মোদী।
এনডিএ-র সঙ্গীরা তাঁকে নেতা নির্বাচিত করেছেন বলেও জানিয়েছেন। সেই সঙ্গে তাঁকে প্রধানমন্ত্রী করার সুপারিশ রাষ্ট্রপতির কাছে করেছেন বলেও জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁকে রবিহবার শপথ গ্রহণের জন্য ডেকেছেন।