প্রতিষেধকের খোঁজে আজ তিন শহরে প্রধানমন্ত্রী!

সুমন মহাপাত্র |

Dec 01, 2020 | 7:03 PM

দেশের নাগরিকদের কাছে প্রতিষেধক পৌঁছে দিতে সমস্যা ,প্রস্তুতি ও সম্ভাব্য রোডম্যাপ নির্ণয় করতেই ভ্যাকসিন হাবগুলিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)

প্রতিষেধকের খোঁজে আজ তিন শহরে প্রধানমন্ত্রী!
নরেন্দ্র মোদী

Follow Us

TV 9 বাংলা ডিজিটাল: করোনা প্রতিষেধকের হাল হকিকত সরেজমিনে দেখতে এবার দেশের ৩ ভ্যাকসিন হাবে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাইডাস ক্যাডিলা, সেরাম ও ভারত বায়োটেক তিনটি ভ্যাকসিনের অবস্থান খতিয়ে দেখতে এই পদক্ষেপ নমোর। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে দেশের নাগরিকদের কাছে প্রতিষেধক পৌঁছে দিতে সমস্যা ,প্রস্তুতি ও সম্ভাব্য রোডম্যাপ নির্ণয় করতেই ভ্যাকসিন হাবগুলিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

৩ টি ভিন্ন শহরের তিনটি ভ্যাকসিন হাবে যাবেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি গুজরাটে জাইডাস ক্যাডিলার প্রধান দফতরে যাবেন। আহমেদাবাদ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এই হাবে নমো থাকবেন প্রায় ১ ঘন্টা। সেখানে করোনা প্রতিষেধক জাইকোভ-ডি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন তিনি। ইতিমধ্যেই প্রথম পর্বের ট্রায়াল শেষ হয়েছে এই প্রতিষেধকের। জাইডাস ক্যাডিলা জানিয়েছে অগস্ট মাসেই দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু করেছে তারা।

আহমেদাবাদ থেকে পুনে উড়ে যাবেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। সেখানে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার দফতরে তাদের ভ্যাকসিন সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন প্রধানমন্ত্রী। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার যৌথ প্রকল্পে এ দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদনের কাজ করছে। ইতিমধ্যেই আশাজনক ফল এসেছে এই প্রতিষেধকের ট্রায়ালে। তবে ভাল ফল এলেও ডোজ় সংক্রান্ত জটিলতা নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভ্যাকসিনের অনুমোদনে।

পুনে থেকে এরপর হায়দরাবাদ যাবেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। সেখানে ভারত বায়োটেকের কোভ্যাকসিন সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন তিনি। কোভ্যাকসিন দেশের প্রথম নিজস্ব ভ্যাকসিন। প্রথম থেকেই ভাল ফল এসেছে কোভ্যাকসিনের ট্রায়ালে। দেশের প্রথম নিজস্ব করোনা প্রতিষেধক হিসাবে অনুমোদনও পেতে পারে এই ভ্যাকসিন।

আরও পড়ুন: এবার করোনা পরীক্ষা করবে রোবট!

কয়েক দিন আগেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নিজের রাজ্যে ভ্যাকসিন সংরক্ষণের জন্য হিমঘরের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। করোনা প্রতিষেধককে অত্যন্ত শীতল অবস্থায় সংরক্ষণ করতে হয়। তাই কেন্দ্রের যাতে ভ্যাকসিন বিতরণে কোনও সমস্যা না হয়, সুনিশ্চিত করতেই নমোর এই নির্দেশ।

Next Article