গান্ধীনগর: রেল স্টেশন মানেই আমাদের কাছে একটা চেনা ছবি। নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত, হকারের ভিড়। বর্তমানে অনেক রেল স্টেশন আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হলেও সার্বিকভাবে ছবিটা একই। তবে রেল স্টেশন যে বিমানবন্দরকেও হার মানাতে পারে, সেটাই প্রমাণ করল ভারতীয় রেল। গুজরাটের গান্ধীনগরে তৈরি হল প্রথম অত্যাধুনিক সুবিধা যুক্ত রেল স্টেশন। এই স্টেশনে যাত্রীদের এয়ারপোর্টের মতোই অভিজ্ঞতা হবে বলে জানিয়েছে রেল। চলতি সপ্তাহেই সেই স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কী নেই এই স্টেশনে! বিলাসবহুল হোটেল, থিম লাইটিং, সব ধর্মের মানুষের জন্য প্রার্থনার ঘর, সন্তানকে খাওয়ানোর জন্য আলাদা ঘর। ২০১৬-তে আন্তর্জাতিক স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেশন তৈরির উদ্যোগ নেয় ভারতীয় রেল। শুধু যাত্রী স্বাচ্ছন্দ্যই নয়, এই প্রকল্পের অন্যতম লক্ষ্য ব্যবসার সুযোগ বাড়ানো। রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা বলেন, ‘এয়ারপোর্টের ধাঁচেই তৈরি করা হয়েছে এই স্টেশন। যাত্রীদের জন্য সব ধরনের সুবিধা রাখার চেষ্টা করা হয়েছে।’
২০১৭ তে এই স্টেশন তৈরির কাজ শুরু হয়। আগামী ১৬ জুলাই স্টেশন উদ্বোধন করবেন মোদী। প্রতিবন্ধীদের জন্য টিকিট কাটার আলাদা ব্যবস্থা রয়েছে এই স্টেশনে। রয়েছে এসি লাউঞ্জ, লিফট। আগামিদিনে এই স্টেশনকে কেন্দ্র করে খাবারের ও অন্যান্য দোকান তৈরির পরিকল্পনা রয়েছে, যা শুধু যাত্রীদের জন্য নয়, স্থানীয় বাসিন্দাদের জন্যও খুলে দেওয়া হবে। এই স্টেশনের মাথায় তৈরি করা হয়েছে একটি পাঁচতারা হোটেল। ৭৯০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে সেই হোটেল। ৭৪০০ বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে হোটেলের ৩১৮টি ঘর। বিগ বাজার কিংবা শপার্স স্টপের মতো সংস্থা ইতিমধ্যেই এই স্টেশনে মিনি আউটলেট খোলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আরও পড়ুন: বিশ্লেষণ: ভারতেই ৪টে ভ্যাকসিন, লাইনে আরও…অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে না তো?