জয়পুর: চলতি সপ্তাহে রাজস্থানও (Rajasthan) উপহার পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আগামী ১২ এপ্রিল রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বুধবার বেলা ১১টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বন্দে ভারতের ফ্ল্যাগ অফ করবেন নমো। বুধবার জয়পুর থেকে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত ছুটবে রাজস্থানের এই বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য নিয়মিত পরিষেবা দেবে দ্রুতগতির এই ট্রেন। ফ্ল্যাগ অফের দিন জয়পুর ও দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে যাতায়াত করলেও, ট্রেনটির নির্ধারিত যাত্রাপথ আজমের থেকে দিল্লি ক্যান্টনমেন্ট পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আজমের থেকেই দিল্লি ক্যান্টনমেন্ট ছুটবে রাজস্থানের প্রথম বন্দে ভারত। মাঝে জয়পুর, আলওয়ার ও গুরুগ্রাম স্টেশনে থামবে ট্রেনটি।
দ্রুত গতির এই ট্রেন কথা বলে ঝড়ের সঙ্গে। মাত্র ৫ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই আজমের থেকে দিল্লি ক্যান্টনমেন্ট পৌঁছে যাবে বন্দে ভারত। বন্দে ভারত চালু হওয়ার পর এই রুটে সবথেকে দ্রুতগতির ট্রেন হবে এটিই। শতাব্দী এক্সপ্রেস দিল্লি ক্যান্টনমেন্ট থেকে আজমের স্টেশন পর্যন্ত পৌঁছাতে সময় নেয় ৬ ঘণ্টা ১৫ মিনিট। অর্থাৎ, শতাব্দীর থেকেও এক ঘণ্টা কম সময়ে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে দ্রুত গতির এই ট্রেন।
হাই রাইজ় ওভারহেড ইলেকট্রিক বা OHE ক্ষেত্রে বিশ্বের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হবে এই আজমের – দিল্লি ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস। দ্রুতগতির এই ট্রেন রাজস্থানের পর্যটনে আরও গতি আনবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, রাজস্থানের এই বন্দে ভারত এক্সপ্রেস সেখানকার মূল পর্যটনকেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করবে। বিশেষ করে পুষ্কর, আজমের শরিফের মতো জায়গাগুলি, যেখানে প্রচুর মানুষ পূন্য সঞ্চয়ের জন্য যান, তাঁদের এই বন্দে ভারত এক্সপ্রেস আরও কম সময়ে পৌঁছে দিতে পারবে। এর ফলে ওই এলাকায় আর্থ সামাজিক উন্নয়নে আরও গতি আসবে বলেই মত ওয়াকিবহাল মহলের।