শহিদের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে এক পাকিস্তানি? চাঞ্চল্যকর তথ্য সামনে

Captain Angshuman Singh: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা দাবি করেছেন, কীর্তি চক্র প্রাপ্ত শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী স্মৃতি সিংয়ের সম্পর্কে যে ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছেন, তিনি সম্ভবত পাকিস্তানি।

শহিদের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে এক পাকিস্তানি? চাঞ্চল্যকর তথ্য সামনে
শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী স্মৃতি সিং।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 15, 2024 | 12:12 PM

নয়া দিল্লি: বিয়ের মাত্র ৫ মাসের মধ্যে স্বামীকে হারাতে হয়েছে। শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রীর শোকে সহমর্মী গোটা দেশ। সরকারের তরফে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, কীর্তি সম্মান দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেছেন অংশুমানের স্ত্রী ও মা। এদিকে, শহিদ ক্যাপ্টেনের স্ত্রী স্মৃতি সিংয়ের ছবিতে কুরুচিকর মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জাতীয় মহিলা কমিশনের তরফে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের দাবি করা হয়েছে। এরমধ্যেই নতুন টুইস্ট। স্মৃতি সিংয়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যে মিলল পাকিস্তান যোগ।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা দাবি করেছেন, কীর্তি চক্র প্রাপ্ত শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী স্মৃতি সিংয়ের সম্পর্কে যে ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছেন, তিনি সম্ভবত পাকিস্তানি। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রেখা শর্মা বলেন, “সোশ্যাল মিডিয়ায় স্মৃতি সিং সম্পর্কে অত্যন্ত নিম্নমানের, কুরুচিকর মন্তব্য করা হয়েছে, যার ভিত্তিতে আমরা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছি। পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে যতদূর সম্ভব ওই ব্যক্তি পাকিস্তানের।”

তিনি আরও বলেন, “এই ধরনের অনেক খারাপ মন্তব্য করা হয়েছে। আমরা কিছু কমেন্ট-কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করছি এবং পুলিশে সেই অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে।”

এর আগে, জাতীয় মহিলা কমিশন অভিযোগ জানানোর পর দিল্লি পুলিশ মামলা দায়ের করে। ভারতীয় ন্যয় সংহিতা ও তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।