AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Puri’s Rath Yatra: প্রথমবার দায়িত্বে নৌসেনা, থাকছে NSG! পুরীর রথযাত্রায় নজরদারিতে কাজে লাগানো হচ্ছে AI

Puri's Rath Yatra: রথযাত্রায় ট্রাফিকের নজরদারি চালাতে AI- powered surveillance system থাকছে বলে খবর। পুরী কোনার্ক, উত্তর রোড ভুবনেশ্বর ইত্যাদি মূল রাস্তায় এই AI ক্যামেরা বসানো হয়েছে।

Puri's Rath Yatra: প্রথমবার দায়িত্বে নৌসেনা, থাকছে NSG! পুরীর রথযাত্রায় নজরদারিতে কাজে লাগানো হচ্ছে AI
প্রতীকী ছবি Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Jun 26, 2025 | 9:36 PM
Share

পুরী: রাত পোহালেই রথ। সেজে উঠেছে দিঘা। প্রথমবারের মতো রথ উদযাপন ঘিরে উন্মাদনা তুঙ্গে। কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরীকে। অন্যদিকে প্রতিবারের মতো সেজে উঠছে পুরীও। এবার রথ যাত্রায় নজিরবিহীন নিরাপত্তা বলয়ে সেজে উঠেছে পুরী। এই প্রথম বড় দায়িত্ব থাকছে নৌসেনার কাঁধে। 

মঙ্গলবার ওড়িশার DGP YB Khurania জানিয়েছেন এবার নিরাপত্তার ঘেরাটোপে থাকবে পুরী। এই প্রথম রথযাত্রায় পুরীকে সুরক্ষিত রাখতে নজরদারি চালাবে নৌসেনা। এর আগে কোস্টাল গার্ড পুলিশ এই দায়িত্ব পালন করত। থাকছে NSG (National Security Guard)। একইসঙ্গে পুরীর রথযাত্রায় সব ধরণের হুমকির মোকাবিলা করতে এন্টি ড্রোন টেকনলজি, পাশাপাশি পুলিশের ড্রোন থাকছে।

রথযাত্রায় ট্রাফিকের নজরদারি চালাতে AI- powered surveillance system থাকছে বলে খবর। পুরী কোনার্ক, উত্তর রোড ভুবনেশ্বর ইত্যাদি মূল রাস্তায় এই AI ক্যামেরা বসানো হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরন মজিহি সম্প্রতি রিভিউ মিটিংয়ে স্পষ্ট জানিয়েছেন রথযাত্রায় দুর্ঘটনা মুক্ত চান তিনি। বেশ কিছু স্পর্শকাতর জায়গায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। তালিকায় থাকছে গ্র‍্যান্ড রোডের মতো এলাকা। আকাশপথে ড্রোন, সড়কপথ সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে।