Nawab Malik: এবার আর যে সে বোমা নয়, ‘হাইড্রোজেন বোমা’… তেলেবেগুনে জ্বলছেন নবাব মালিক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 09, 2021 | 7:03 PM

Nawab Malik warns Devendra Fadnavis: টুইটারে তো তিনি রোজই বোমা ফাটান। তবে এবার আর যে সে বোমা নয়, আগামিকাল একেবারে 'হাইড্রোজেন বোমা' ফাটাবেন বলে জানিয়ে দিয়েছেন নবাব মালিক।

Nawab Malik: এবার আর যে সে বোমা নয়, হাইড্রোজেন বোমা... তেলেবেগুনে জ্বলছেন নবাব মালিক
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। ছবি: ANI

Follow Us

মুম্বই : এতদিন পর্যন্ত ছিল নবাব মালিক বনাম সমীর ওয়াংখেড়ে। আর এবার তাতে নতুন যোগ হয়েছে নবাব মালিক বনাম দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের অভিযোগ, মহারাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে দাউদের লোকের যোগ। আর এরই মধ্যে পাল্টা আক্রমণ শানাতে ছাড়লেন না নবাব মালিকও। টুইটারে আক্রমণ করতে এমনিতেই তিনি ‘সিদ্ধহস্ত’। আর ফড়নবিশের এমন আক্রমণের পর আরও তেতে উঠেছেন নবাব মালিক। টুইটারে তো তিনি রোজই বোমা ফাটান। তবে এবার আর যে সে বোমা নয়, আগামিকাল একেবারে ‘হাইড্রোজেন বোমা’ ফাটাবেন বলে জানিয়ে দিয়েছেন নবাব মালিক। তবে সেই হাইড্রোজেন বোমা তিনি টুইটারে ফাটাবেন নাকি সাংবাদিক বৈঠক করে ফাটাবেন, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

দিওয়ালির আগে নবাব মালিক অভিযোগ তুলেছিলেন, এ রাজ্যে দেবেন্দ্র ফড়নবিশের ইশারায় ড্রাগস র‌্যাকেট চলে। সে সময়ই পাল্টা দেবেন্দ্র বলেছিলেন, ‘দিওয়ালির আগে নবাব তো খালি ফুলঝুড়ি ফাটালেন। দিওয়ালির পর আমি বোমা ফাটাব। নবাব মালিক আমার উপর শুধু অভিযোগ এনেছেন। আমি নবাবের সঙ্গে অপরাধ জগতের যোগাযোগ কতটা সুদৃঢ় তা প্রমাণ-সহ আপনাদের জানাব।’

আজ সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “আমি আপনাদের বলেছিলাম কিছু বিষয় সামনে আনব। একটু সময় লেগে গেল। তবে আমি যা বলতে চলেছি, তা কোনও সেলিম-জাভেদের গল্প নয়। রাষ্ট্রের সুরক্ষা নিয়ে উদ্বেগের বিষয়। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের সঙ্গে যাঁর নাম জুড়েছিল, তাঁর থেকে জমি কিনেছিলেন নবাব মালিক। কুর্লায় এলবিএস রোডে গোওয়ালা কমপাউন্ডে ২.৮০ একরের প্লট। যে প্রাইভেট লিমিটেডের নামে ওই জমি, তা নবাব মালিকের পরিবারের সঙ্গে যুক্ত। নবাবও ওই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তবে মন্ত্রী হওয়ার পর ইস্তফা দেন। ওই জমি আন্ডার ওয়ার্ল্ডের লোকের কাছ থেকে কেনা হয়েছিল ৩০ লক্ষ টাকায়। মাত্র ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।”

এরপরই ফড়নবিশ প্রশ্ন তোলেন, “আমার প্রশ্ন যখন এই চুক্তি হয়েছিল তখন তো আপনি মন্ত্রী ছিলেন। আপনি জানতেন না কে সেলিম পাটেল? কেন আপনি একজন অভিযুক্তের কাছ থেকে জমি নিলেন? কেন তারা কুর্লায় এলবিএস রোডের উপর তিন একর জমি ৩০ লক্ষ টাকায় বিক্রি করল?”

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, দাউদ ইব্রাহিমের লোক সেলিম। দাউদের বোন হাসিনা পারকরের গাড়ির চালক। হাসিনা পারকর গ্রেফতারির সময় সেলিমও গ্রেফতার হয়। বিজেপি নেতার বক্তব্য, “এটা আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে সরাসরি যোগ। যারা আরডিএক্স ভরেছিল গাড়িতে, বিস্ফোরণ ঘটাল, আপনি তাদের সঙ্গে ব্যবসা করলেন? আমি যথাযথ জায়গায় এই সমস্ত কাগজ পাঠাব। এনসিপি প্রধান শরদ পাওয়ারকেও পাঠানো হবে। উনি জানুন, কেমন মন্ত্রী ওনার দলের।”

আর এবার তারই পাল্টা দিলেন নবাব মালিক। বলেন, “দেবেন্দ্র ফড়নবিশের প্রসঙ্গে আমি আগামিকাল হাইড্রোজেন বোমা ফাটাব। আমি দেবেন্দ্র ফড়নবিশের আন্ডারওয়ার্ল্ড লিঙ্ক ফাঁস করব।” একেবারে সাংবাদিক বৈঠক করে আজ এই কথা জানিয়েছেন নবাব মালিক। তিনি আরও বলেন, “দেবেন্দ্র ফড়নবিশ আমাকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন৷ আমি তাঁকে আইনি নোটিস পাঠাব।”

নবাব মালিক এর আগে অভিযোগ করেছিলেন, দেবেন্দ্র ফড়নবিশকে বর্তমানে জেলে থাকা মাদক ব্যবসায়ীর টাকায় একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল। যদিও সেই দাবি “হাস্যকর” বলে উড়িয়ে দিয়েছিলেন ফড়নবিশ। বিজেপি নেতার বক্তব্য ছিল, নবাব মালিক তাঁর জামাইয়ের বিরুদ্ধে চার্জশিট প্রভাবিত করার জন্য এনসিবি-কে চাপ দেওয়ার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন : Punjab Congress: পঞ্জাব কংগ্রেসে ‘বিগ বস’ সিধুই, ইস্তফা দিলেন চন্নির পছন্দের অ্যাডভোকেট জেনারেল

Next Article