Sharad Pawar: NCP-র ‘পাওয়ার সেন্টার’ কি শরদই? ইস্তফা খারিজ ঘিরে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 05, 2023 | 12:32 PM

NCP Core Committee Meeting: শরদ পওয়ারই যাতে এনসিপি সভাপতি থাকেন, তার জন্য দলের কোর কমিটির তরফে একটি প্রস্তাবনা পাশ করানো হয়েছে।

Sharad Pawar:  NCP-র পাওয়ার সেন্টার কি শরদই? ইস্তফা খারিজ ঘিরে জল্পনা
এনসিপি সভাপতি থাকার অনুরোধ শরদ পওয়ারকে।

Follow Us

মুম্বই: অন্য় কারোর হাতে দলের ব্য়াটন নয়, এনসিপি সভাপতি থাকছেন শরদ পওয়ারই (Sharad Pawar)। চলতি সপ্তাহেই সকলকে অবাক করে এনসিপি সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শরদ পওয়ার। তাঁর উত্তরসূরী কে হবেন, তা বাছাই করতেই শুক্রবার সকালে এনসিপির দফতরে বৈঠকে বসেন দলের সদস্যরা। সূত্রের খবর, শরদ পওয়ারই যাতে এনসিপি সভাপতি থাকেন, তার জন্য দলের কোর কমিটির (NCP Core Committee) তরফে একটি প্রস্তাবনা পাশ করানো হয়েছে। শরদ পওয়ার দলের সভাপতি পদ ছাড়ার জন্য় যে ইস্তফাপত্র (Resignation) দিয়েছিলেন, তাও খারিজ করে দেওয়া হয়েছে।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই টালমাটাল মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। শিবসেনার অন্দরে অন্তর্দ্বন্দ্বের জেরে বিজেপির সঙ্গে হাত মেলান একনাথ শিন্ডে  সহ ৪০ জন বিধায়ক। সংখ্য়াগরিষ্ঠতা হারিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে পতন হয় মহা বিকাশ আগাড়ি জোট সরকারের। সরকার ভাঙলেও জোট রয়ে গিয়েছিল শিবসেনা-এনসিপি ও কংগ্রেসের।

সম্প্রতিই এনসিপির অন্দরেও ভাঙনের জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল, এনসিপি নেতা অজিত পওয়ার দলবদল করে বিজেপিতে যোগ দিতে চলেছেন। সেই জল্পনার মাঝেই সকলকে চমকে দিয়ে, চলতি সপ্তাহের মঙ্গলবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি পদ থেকে ইস্তফা দেন শরদ পওয়ার। তাঁর ইস্তফার খবর শুনেই ধরনায় বসেন এনসিপির কর্মী-সমর্থকরা। দলের তরফে একাধিকবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হলে, শরদ পওয়ার জানিয়েছিলেন দুই-তিনদিন সময় চাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।

শরদ পওয়ারের উত্তরসূরী কে হবেন, তা বাছার জন্য় ১৮ সদস্য়ের একটি কোর কমিটি তৈরি করা হয়েছিল। শুক্রবার সকালে মুম্বইয়ে এনসিপির সদর দফতরে বৈঠক বসে।  ওই বৈঠকেই কোর কমিটির সদস্যরা শরদ পওয়ারের ইস্তফা খারিজ করে দেন। একইসঙ্গে একটি প্রস্তাবনা পাশ করা হয়, যেখানে শরদ পওয়ারকেই এনসিপির সভাপতি হিসাবে থাকার অনুরোধ করা হয়।

এনসিপি নেতা প্রফুল্ল পটেল ওই প্রস্তাবনা পেশ করে বলেন, “আমরা ওয়ার্কিং প্রেসিডেন্ট নির্বাচন করতে পারি, কিন্তু শরদ পওয়ারকেই সভাপতি থাকতে হবে”। বৈঠক শেষে প্রফুল্ল পটেল বলেন, “রাজ্য, দল ও গোটা দেশ আপনাকে চায়। আপনিই এই দলের ভিত্তি। আপনি দেশের অন্যতম সম্মানীয় নেতা। আপনার প্রভাব কতটা, তা গোটা রাজ্যে দেখা যাচ্ছে। আমরা সর্বসম্মতভাবে আপনার ইস্তফা খারিজ করছি। দল আপনাকেই সভাপতি চায়।”

Next Article