S Jaishankar: পাকিস্তানের বিদেশমন্ত্রীর উপস্থিতিতেই এসসিও বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 05, 2023 | 4:17 PM

S Jaishankar On Terrorism: গোয়ায় দু'দিনের এসসিও বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সদস্য দেশের বিদেশমন্ত্রীরা অংশ নিয়েছেন। প্রায় ১২ বছর পর ভারতে পা রেখেছেন কোনও পাক বিদেশমন্ত্রী। এবার বিলাওয়াল ভুট্টোর উপস্থিতিতেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

S Jaishankar: পাকিস্তানের বিদেশমন্ত্রীর উপস্থিতিতেই এসসিও বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের
Image Credit source: টুইটার

Follow Us

নয়া দিল্লি: গোয়ায় দু’দিনের জন্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ তার দ্বিতীয় দিন। এই বৈঠকে যোগ দিতে সদস্য দেশের বিদেশমন্ত্রীরা গতকালই গোয়ায় উপস্থিত হয়েছেন। প্রায় এক যুগ পর ভারতে এসেছেন কোনও পাক বিদেশমন্ত্রীও। দু’দিনের এই বৈঠকে গতকাল পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়রদারিকে স্বাগত জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ‘নমস্তে’ বলে বিলাওয়ালকে অভিবাদন জানান তিনি। তবে হাত মেলাননি জয়শঙ্কর-জ়রদারি। আর আজ পাকিস্তানের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকেই সন্ত্রাসবাদ দমন নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সামগ্রিকভাবে সন্ত্রাসবাদ বন্ধ করার কথা বলেন জয়শঙ্কর।

সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, জয়শঙ্কর বলেছেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা নেই। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের বিবাদই বন্ধ করা উচিত।” তিনি আরও বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক অনুদান জোগানোর চ্যানলগুলিকেও বন্ধ করতে হবে। এদিকে বিদেশমন্ত্রীদের এসসিও কাউন্সিলের শুরুতে বলেন, “গোটা বিশ্ব যখন কোভিড এবং এর প্রভাব মোকাবিলায় ব্যস্ত ছিল, তখনও সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই হুমকি থেকে আমাদের চোখ সরিয়ে নেওয়া আমাদের নিরাপত্তার স্বার্থের জন্য ক্ষতিকর হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা থাকতে পারে না এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সমস্ত ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে।”

জয়শঙ্কর আরও বলেন, “সন্ত্রাসবাদী কার্যকলাপের এই চ্যানেলটি বন্ধ করতে হবে। সদস্যদের মনে করিয়ে দিতে হবে না যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এসসিও-র মূল নির্দেশগুলির মধ্যে একটি।” প্রসঙ্গত, এই এসসিও বিদেশমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়রদারি। এদিকে গত কয়েক বছর ধরেই ভারত-পাক বিবাদ বজায় রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগও তুলেছে ভারত। এদিকে কয়েক মাসে আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী হন বিলাওয়াল ভুট্টো জ়রদারি। তারপরই ভারতকে নিশানা করে একাধিক মন্তব্য করেন। তার জবাবও দিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন বিলাওয়াল। বিশ্বমঞ্চে সেই মন্তব্যের তীব্র বিরোধিতাও করে নয়া দিল্লি। এবার সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের নাম না করেই কার্যত ধুয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Next Article