মুম্বই: জমে উঠেছে এনসিপি বনাম এনসিপির লড়াই (NCP vs NCP)। শিবসেনার (Shiv Sena) মতোই এবার এনসিপি(NCP)-ও দলের নাম ও দলীয় প্রতীক নিয়ে লড়াই শুরু করল। আজই শরদ পওয়ার (Sharad Pawar) ও অজিত পওয়ার (Ajit Pawar)- দুই শিবিরই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) নাম ও প্রতীকের উপরে নিজেদের অধিকারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে যেতে পারে। এদিকে, আজই দুই শিবির বৈঠক ডেকেছে। যে শিবিরে বেশি বিধায়ক যোগ দেবেন, তার কাছেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে প্রমাণ হবে।
আজ নির্বাচন কমিশনে যেতে পারেন মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শিবির। আজ সকাল ১১টাতেই অজিত পওয়ারের শিবির বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছে। ওই বৈঠকের পরই তারা এনসিপির নাম ও প্রতীকের উপরে নিজেদের অধিকার জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে, এমনটাই সূত্রের খবর।
এদিকে, শরদ পওয়ারের শিবির ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে ক্যাভিয়েট দাখিল করেছে। তারা জানিয়েছে, দলের নাম ও প্রতীক নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যেন একবার তাদের বক্তব্য শোনা হয়।
আজ দুই শিবিরই বিধায়কদের নিয়ে বৈঠকে বসছে। একদিকে যেমন এনসিপির শরদ পওয়ারের শিবিরের চিফ হুইপ জিতেন্দ্র আওহাদ হুইপ জারি করে সমস্ত বিধায়ক-সাংসদদের বৈঠকে উপস্থিত থাকতে বলেছেন। তেমনই আবার অজিত পওয়ারের শিবিরের তরফেও একই নির্দেশ দেওয়া হয়েছে। দুই মিটিংয়ের মাঝে কেবল দুই ঘণ্টার ব্যবধান।
গত রবিবার, ২ জুলাই অজিত পওয়ার আটজন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্র সরকারের যোগ দেন। এরপরই চরমে ওঠে এনসিপি বনাম এনসিপির দ্বন্দ্ব। পরেরদিনই শরদ পওয়ার ভাইপো অজিতকে ছাড়া বাকি সকলকে দল থেকে তাড়িয়ে দেন। তাদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে দল বিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়।
মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির মোট ৫৩ জন বিধায়ক রয়েছে। দলবিরোধী কার্যকলাপের জন্য বিধায়ক পদ খারিজ হওয়া থেকে বাঁচতে অজিত পওয়ারের প্রয়োজন দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬ জন বিধায়কের সমর্থনের দরকার। অজিত পওয়ার দাবি করেছেন, তাঁর সঙ্গে কমপক্ষে ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে। যদিও সূত্রের খবর, অজিত পওয়ারের সঙ্গে ২৪ জন বিধায়ক রয়েছেন এবং ১৪ জন বিধায়ক শরদ পওয়ারের সঙ্গে রয়েছেন।