NCP Crisis: কোন পওয়ারের হাতে এনসিপির ‘পাওয়ার’? প্রমাণ করতে আজ বৈঠক দুই শিবিরেরই

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 05, 2023 | 6:49 AM

Sharad Pawar-Ajit Pawar: আজ শরদ পওয়ারের শিবির দক্ষিণ মুম্বইয়ে ওয়াইবি চভন সেন্টারে দুপুর ১টায় বৈঠক ডেকেছে। অন্যদিকে, অজিত পওয়ার তাঁর সমর্থনে থাকা বিধায়কদের নিয়ে বান্দ্রায় ১১টায় মুম্বই এডুকেশন ট্রাস্টে সকাল ১১টায় বৈঠকে বসবেন।

NCP Crisis: কোন পওয়ারের হাতে এনসিপির পাওয়ার? প্রমাণ করতে আজ বৈঠক দুই শিবিরেরই
কাকা-ভাইপোর সম্পর্কে ফাটল। ফাইল ছবি
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: জমে উঠেছে মহারাষ্ট্রের মহা-নাটক। এক বছর আগে ঠিক যেমন শিবসেনা কার, তা নিয়ে লড়াই শুরু হয়েছিল উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও একনাথ শিন্ডের (Eknath Shinde), বছর ঘুরতেই সেই নাটক এবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) অন্দরেও। বিজেপি-শিবসেনা শিবিরে নাম লিখিয়েছেন এনসিপি নেতা অজিত পওয়ার (Ajit Pawar)। এখন এনসিপির অন্দরেই লড়াই পওয়ার বনাম পওয়ারের। আজ, বুধবার একদিকে যেমন বৈঠকের ডাক দিয়েছেন শরদ পওয়ার, অন্যদিকে নিজের শিবিরের বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন অজিত পওয়ারও। দুই শিবিরই নিজেদের চিফ হুইপ নির্বাচিত করেছেন।

জানা গিয়েছে, আজ শরদ পওয়ারের শিবির দক্ষিণ মুম্বইয়ে ওয়াইবি চভন সেন্টারে দুপুর ১টায় বৈঠক ডেকেছে। অন্যদিকে, অজিত পওয়ার তাঁর সমর্থনে থাকা বিধায়কদের নিয়ে বান্দ্রায় ১১টায় মুম্বই এডুকেশন ট্রাস্টে সকাল ১১টায় বৈঠকে বসবেন। শরদ পওয়ারের শিবিরের চিফ হুইপ জিতেন্দ্র আওহাদ দলের সমস্ত বিধায়ক, সাংসদ ও অফিসের দায়িত্বে থাকা কর্মীদের বৈঠকে ডেকেছেন। উল্টোদিকে, অজিত পওয়ারের শিবিরের তরফে আগেরদিনই অনিল পাটিলকে চিফ হুইপ হিসাবে নিয়োগ করা হয়। তিনিও শিবিরের সমস্ত বিধায়ক-সাংসদদের বৈঠকে যোগ দিতে বলেছেন। আজকের বৈঠকে কোন শিবিরে কতজন যোগ দেন, তার উপরই নির্ভর করে বোঝা যাবে যে অজিত পওয়ারের কাছে কত বিধায়কের সমর্থন রয়েছে।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির মোট ৫৩ জন বিধায়ক রয়েছে। ইতিমধ্যেই শরদ পওয়ারের শিবিরের তরফে অজিত পওয়ার ছাড়া বাকি সকল সাংসদ, বিধায়কদের দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দল বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। শাস্তি থেকে বাঁচতে এবং বিধায়ক পদ রক্ষা করতে অজিত পওয়ারকে মোট বিধায়কের দুই-তৃতীয়াংশের সমর্থন রয়েছে, তা প্রমাণ করতে হবে। অর্থাৎ কমপক্ষে ৩৬ জন বিধায়ককে তাঁর সমর্থনে থাকতে হবে। অজিত পওয়ারের দাবি, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে।

Next Article