Ajit Pawar: মুখে বললেন জাতীয় সভাপতি শরদ পওয়ার, তারপরই নতুন সভাপতি নিয়োগ ভাইপো অজিতের!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 04, 2023 | 8:03 AM

NCP Crisis: এনসিপির অজিত পওয়ারের শিবিরের তরফে ঘোষণা করা হয়, সুনীল তাতকারেই এবার থেকে মহারাষ্ট্রে এনসিপির যাবতীয় সিদ্ধান্ত নেবেন।

Ajit Pawar: মুখে বললেন জাতীয় সভাপতি শরদ পওয়ার, তারপরই নতুন সভাপতি নিয়োগ ভাইপো অজিতের!
অজিত পওয়ার ও প্রফুল্ল পটেল।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: ক্ষণে ক্ষণে মত বদল। মুখে এক কথা বললেও কাজ আরেক করছেন মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার (Ajit Pawar)।রবিবারের বারবেলায় সকলকে চমকে দিয়েই এনসিপি নেতা অজিত পওয়ার মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি সরকারের মন্ত্রিসভায় যোগ দেন। রাতারাতি উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হয়ে যান তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই সিদ্ধান্তে এনসিপিতে ভাঙন ধরে। কিন্তু সোমবারই তিনি সাংবাদিক বৈঠকে বলেন, শরদ পওয়ারই (Sharad Pawar) এখনও দলের নেতা। এনসিপির সর্বভারতীয় সভাপতি তিনিই। তবে অজিত পওয়ার ছাড়া বাকি বিদ্রোহী নেতাদের যেভাবে দল থেকে বরখাস্ত করা হয়েছে, তার পাল্টা জবাবে প্রফুল্ল পটেল ঘোষণা করেন যে এনসিপির রাজ্য সভাপতি পদ থেকে সরানো হচ্ছে জয়ন্ত পাটিলকে। তাঁর বদলে এই পদ দেওয়া হচ্ছে সুনীল তাতকারে-কে।

সোমবার সাংবাদিক বৈঠকে অজিত পওয়ারকে পাশে নিয়েই প্রফুল্ল পটেল বলেন, “আমরা জয়ন্ত পাটিলকে নিয়োগ করেছিলাম।তাঁকে এনসিপির মহারাষ্ট্র শাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ আমি অফিসিয়াল ভাবে জয়ন্ত পাটিলকে রাজ্য সভাপতি পদ থেকে সরানোর ঘোষণা করলাম। সুনীল তাতকারেকে মহারাষ্ট্রের এনসিপি রাজ্য সভাপতি করা হচ্ছে।”

জয়ন্ত পাটিল যেন অবিলম্বে সুনীল তাতকারের হাতে দায়িত্ব তুলে দেন, তার নির্দেশও দেওয়া হয়। এনসিপির অজিত পওয়ারের শিবিরের তরফে ঘোষণা করা হয়, সুনীল তাতকারেই এবার থেকে মহারাষ্ট্রে এনসিপির যাবতীয় সিদ্ধান্ত নেবেন।

ওই সাংবাদিক বৈঠক থেকেই ঘোষণা করা হয় যে অজিত পওয়ারকে সর্বসম্মতভাবে বিধানসভার প্রধান নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে। মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকেও এই সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছে বলেই উল্লেখ করা হয়।

এদিকে, গতকালই এনসিপির শরদ পওয়ার শিবিরের তরফে দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে দলবিরোধী আইনে অভিযোগ আনা হয় এবং বিধায়ক পদ খারিজ করে দেওয়ার আর্জি জানানো হয়েছে। এনসিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলেও সুনীল তাতকারে ও প্রফুল্ল পটেলের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন। তাদের বিরুদ্ধেও দলবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।

Next Article