নয়াদিল্লি: সন্দেশখালিতে শিশুর উপর অত্যাচারের অভিযোগে এবার জেলা ম্যাজিস্ট্রেটকে নোটিস পাঠাল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস (NCPCR)। অভিযোগ, সন্দেশখালিতে এক শিশুকে তার মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও অভিযোগ।
দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? আক্রান্ত শিশুর চিকিৎসার কী ব্যবস্থা নেওয়া হয়েছে?, প্রশ্ন করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও রিপোর্ট তলব করেছে তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব দিতে হবে। শিশু সুরক্ষা সুনিশ্চিত করারও পরামর্শ দেয় কমিশন। জাতীয় শিশু সুরক্ষা কমিশন এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
কী অভিযোগ ছিল ওই শিশুর মা। টিভিনাইন বাংলার ক্যামেরার সামনে শিশুর মা বলেছিলেন, ‘আমার বাচ্চা ছিল কোলে। আমার হাতের কাছে ধরে ওরা টানাটানি করছিল। বাচ্চাটা কোলে ছিল। তাকে ফেলে দিয়েছে। ৭ মাসের বাচ্চা আমার।” এই অভিযোগকে সামনে রেখে জাতীয় শিশু সুরক্ষা কমিশন শুক্রবার উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ দ্বিবেদীকে একটি চিঠি দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।
নয়াদিল্লি: সন্দেশখালিতে শিশুর উপর অত্যাচারের অভিযোগে এবার জেলা ম্যাজিস্ট্রেটকে নোটিস পাঠাল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস (NCPCR)। অভিযোগ, সন্দেশখালিতে এক শিশুকে তার মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও অভিযোগ।
দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? আক্রান্ত শিশুর চিকিৎসার কী ব্যবস্থা নেওয়া হয়েছে?, প্রশ্ন করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও রিপোর্ট তলব করেছে তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব দিতে হবে। শিশু সুরক্ষা সুনিশ্চিত করারও পরামর্শ দেয় কমিশন। জাতীয় শিশু সুরক্ষা কমিশন এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
কী অভিযোগ ছিল ওই শিশুর মা। টিভিনাইন বাংলার ক্যামেরার সামনে শিশুর মা বলেছিলেন, ‘আমার বাচ্চা ছিল কোলে। আমার হাতের কাছে ধরে ওরা টানাটানি করছিল। বাচ্চাটা কোলে ছিল। তাকে ফেলে দিয়েছে। ৭ মাসের বাচ্চা আমার।” এই অভিযোগকে সামনে রেখে জাতীয় শিশু সুরক্ষা কমিশন শুক্রবার উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ দ্বিবেদীকে একটি চিঠি দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।