নয়া দিল্লি: এনডিএ সরকারের তৃতীয়বার ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। কিন্তু, মোদী সরকার ফিরবে কি? অর্থাৎ, নরেন্দ্র মোদীই কি ফের প্রধানমন্ত্রী হবেন, নাকি জোট শরিকরা অন্য কোনও নেতার নাম প্রস্তাব করবেন? মঙ্গলবারের ফল প্রকাশের পর থেকে এই প্রশ্নটাই ঘুরছে রাজনৈতিক মহলে। আসলে এইবারের নির্বাচনে একক সংখ্যাগরীষ্ঠতা পায়নি বিজেপি। তাই, সরকার গঠনের জন্য নির্ভর করতে হচ্ছে শরিক দলগুলির উপরই। বুধবার বিকেলেই, বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছিল এনডিএ-র বৈঠক। বৈঠকে এনডিএ শরিকরা কী দাবি করে, সেই দিকেই নজর ছিল সকলের। কিন্তু না, অপ্রত্যাশিত কিছু ঘটল না। সূত্রের খবর, এনডিএ-র সমস্ত সদস্যই, জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন।
মঙ্গলবার ফল প্রকাশ হতে দেখা গিয়েছে, বিজেপি ২৪০ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ, সরকার গড়তে তাদের আরও ৩২ সাংসদের সমর্থন প্রয়োজন। এনডিএ শরিকরা সেই সমর্থন দেওয়ার মতো জায়গায় রয়েছে। সব মিলিয়ে এনডিএ জোটের আসন সংখ্যা ২৯২। এই অবস্থায়, বুধবার (৫ জুন), সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য, ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ-র এক বৈঠক ডাকা হয়েছিল। সূত্রের খবর, সেই বৈঠকে বিজেপিকেই জোটের প্রধান শরিক হিসেবে এবং নরেন্দ্র মোদীকেই জোটের নেতা হিসেবে সমর্থন করেছেন জোট শরিকরা ।
#Watch: জোট শরিকদের নিয়ে বৈঠকে এনডিএ। নরেন্দ্র মোদীর পাশেই চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার।
সব খবর: https://t.co/Z9cGg0kjDs#NarendraModi | #ChandrababuNaidu | #NitishKumar pic.twitter.com/LbP8ZOoe8n
— TV9 Bangla (@Tv9_Bangla) June 5, 2024
এনডিএ- বৈঠকে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ এবং রাজনাথ সিং। এনডিএ শরিক দলগুলির নেতাদের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার, তেলেগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান, রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী, জেডি(এস)-এর এইচডি কুমারস্বামী, শিবসেনার একনাথ শিন্ডে, হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতান রাম মাঝি, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল প্রমুখ উপস্থিত ছিলেন। এনডিএ সরকার গঠনের দুই গুরুত্বপূর্ণ শরিক, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু একেবারে নরেন্দ্র মোদীর পাশেই বসেছিলেন। যাদের বলা হচ্ছে এন ফ্যাক্টর। বোঝাই যাচ্ছে, এন ফ্যাক্টরকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না মোদী।
সূত্রের খবর, এনডিএ-র সমস্ত নেতাই মরেন্প্রদ্ধার মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশের যে অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করেছেন। দেশ গঠনে প্রধানমন্ত্রীর পরিশ্রম ও প্রচেষ্টারও প্রশংসা করেন তাঁরা। এনডিএ শরিক নেতারা জানিয়েছেন, বিকশিত ভারত গঠন নিয়ে নরেন্দ্র মোদীর একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। গোটা বিশ্বে তিনি যেভাবে ভারতের গৌরব বৃদ্ধি করছেন, তারও প্রশংসা করেছেন জোটের নেতারা। দারিদ্র্য দূরীকরণের জন্য মোদীর প্রচেষ্টাও প্রশংসিত হয়েছে শরিক নেতাদের মুখে। প্রধানমন্ত্রী বলেন, টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের জনাদেশ ঐতিহাসিক। ৬০ বছর আগে ভারতে শেষবার এই ঘটনা দেখা গিয়েছিল। এদিন সন্ধ্যার মধ্যেই পরবর্তী সরকার গঠনের দাবি জানাতে পারে এনডিএ।