নয়া দিল্লি: দারুণ গতিতে এগোচ্ছে দেশের টিকাকরণ কর্মসূচি (COVID-19 Vaccination)। চলতি বছরের জানুয়ারি থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য যে টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল, তাতে ইতিমধ্যেই প্রায় ৬ কোটি নাবালক-নাবালিকা তাদের করোনা টিকার প্রথম ডোজ় (First Dose of Vaccine) নিয়েছে, মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।
চলতি বছরের ৩ জানুয়ারি থেকেই দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার তিনদিনের মধ্যেই দেশের ১ কোটিরও বেশি নাবালক-নাবালিকা করোনা টিকা নিয়ে নজির তৈরি করে। সেই সময়ই আন্দাজ করা গিয়েছিল যে প্রাপ্তবয়স্কদের থেকেও বেশি সফল হতে চলেছে ছোটদের টিকাকরণ। এরপর এক মাস পূরণ হওয়ার আগেই নাবালক-নাবালিকাদের ৬০ শতাংশই করোনা টিকা পাওয়ার কথাও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী জানা যায়, দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী যে প্রায় সাড়ে ৭ কোটি নাগরিক রয়েছে, তাদের মধ্যে প্রায় ৬ কোটিই করোনা টিকার প্রথম ডোজ় পেয়ে গিয়েছে। এই সাফল্যের কথা ভাগ করে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করেন। তিনি লেখেন, “দেশের যুবশক্তিকে অভিনন্দন! ৫ কোটিরও বেশি কিশোর-কিশোরীকে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে। যুব ভারত পূর্ণ শক্তির সঙ্গে এই অতিমারির বিরুদ্ধে লড়ছে। দারুণ গতিতে এগোচ্ছো, আমার ছোট্ট বন্ধুরা!”। #সাবকো ভ্য়াকসিন মুফত ভ্যাকসিন-ও ব্যবহার করে বিনামূল্যে এই টিকাকরণ কর্মসূচির কথা মনে করান তিনি।
युवा शक्ति का वंदन अभिनंदन
5 करोड़ से अधिक 15-18 आयुवर्ग के युवाओं को लगी वैक्सीन की पहली डोज।
Young India is fighting the pandemic with full vigour. Great going, my young friends!#SabkoVaccineMuftVaccine pic.twitter.com/xTSAGzk9WX
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) February 8, 2022
টিকাকরণ কর্মসূচি শুরুর প্রথম দিনেই ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৪২ লক্ষ নাগরিক করোনা টিকা নিলেও, সরকারি তথ্য অনুযায়ী, প্রথম ডোজ়ের তুলনায় অনেকটাই ধীর গতিতে চলছে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ। দ্বিতীয় ডোজ়ের ক্ষেত্রে ৪২ লক্ষের গণ্ডি পার করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লেগে গিয়েছে।
গত বছরের ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছিল করোনা টিকাকরণ। প্রথম ধাপে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়। এরপর ২০২১ সালের ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ৪৫-৬০ বছরের মধ্যে ব্যক্তি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের জন্য়ও টিকাকরণ কর্মসূচি শুরু হয়।
২০২১ সালের ১ এপ্রিল থেকে শুরু হয় ৪৫ বছরের বেশি বয়সী সকলের জন্য টিকাকরণ। ওই বছরই ১ মে থেকে শুরু হয় সমস্ত প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ উর্ধ্বদের টিকাকরণ।
নতুন বছরের ৩ জানুয়ারি থেকে টিকাকরণের আরও এক ধাপ এগিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণ শুরু হয়। ১০ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম সারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তি, যাদের কোমর্ডিবিটি রয়েছে, এমন ব্যক্তিদের প্রিকশন টিকাকরণ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
নয়া দিল্লি: দারুণ গতিতে এগোচ্ছে দেশের টিকাকরণ কর্মসূচি (COVID-19 Vaccination)। চলতি বছরের জানুয়ারি থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য যে টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল, তাতে ইতিমধ্যেই প্রায় ৬ কোটি নাবালক-নাবালিকা তাদের করোনা টিকার প্রথম ডোজ় (First Dose of Vaccine) নিয়েছে, মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।
চলতি বছরের ৩ জানুয়ারি থেকেই দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার তিনদিনের মধ্যেই দেশের ১ কোটিরও বেশি নাবালক-নাবালিকা করোনা টিকা নিয়ে নজির তৈরি করে। সেই সময়ই আন্দাজ করা গিয়েছিল যে প্রাপ্তবয়স্কদের থেকেও বেশি সফল হতে চলেছে ছোটদের টিকাকরণ। এরপর এক মাস পূরণ হওয়ার আগেই নাবালক-নাবালিকাদের ৬০ শতাংশই করোনা টিকা পাওয়ার কথাও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী জানা যায়, দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী যে প্রায় সাড়ে ৭ কোটি নাগরিক রয়েছে, তাদের মধ্যে প্রায় ৬ কোটিই করোনা টিকার প্রথম ডোজ় পেয়ে গিয়েছে। এই সাফল্যের কথা ভাগ করে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করেন। তিনি লেখেন, “দেশের যুবশক্তিকে অভিনন্দন! ৫ কোটিরও বেশি কিশোর-কিশোরীকে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে। যুব ভারত পূর্ণ শক্তির সঙ্গে এই অতিমারির বিরুদ্ধে লড়ছে। দারুণ গতিতে এগোচ্ছো, আমার ছোট্ট বন্ধুরা!”। #সাবকো ভ্য়াকসিন মুফত ভ্যাকসিন-ও ব্যবহার করে বিনামূল্যে এই টিকাকরণ কর্মসূচির কথা মনে করান তিনি।
युवा शक्ति का वंदन अभिनंदन
5 करोड़ से अधिक 15-18 आयुवर्ग के युवाओं को लगी वैक्सीन की पहली डोज।
Young India is fighting the pandemic with full vigour. Great going, my young friends!#SabkoVaccineMuftVaccine pic.twitter.com/xTSAGzk9WX
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) February 8, 2022
টিকাকরণ কর্মসূচি শুরুর প্রথম দিনেই ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৪২ লক্ষ নাগরিক করোনা টিকা নিলেও, সরকারি তথ্য অনুযায়ী, প্রথম ডোজ়ের তুলনায় অনেকটাই ধীর গতিতে চলছে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ। দ্বিতীয় ডোজ়ের ক্ষেত্রে ৪২ লক্ষের গণ্ডি পার করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লেগে গিয়েছে।
গত বছরের ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছিল করোনা টিকাকরণ। প্রথম ধাপে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়। এরপর ২০২১ সালের ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ৪৫-৬০ বছরের মধ্যে ব্যক্তি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের জন্য়ও টিকাকরণ কর্মসূচি শুরু হয়।
২০২১ সালের ১ এপ্রিল থেকে শুরু হয় ৪৫ বছরের বেশি বয়সী সকলের জন্য টিকাকরণ। ওই বছরই ১ মে থেকে শুরু হয় সমস্ত প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ উর্ধ্বদের টিকাকরণ।
নতুন বছরের ৩ জানুয়ারি থেকে টিকাকরণের আরও এক ধাপ এগিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণ শুরু হয়। ১০ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম সারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তি, যাদের কোমর্ডিবিটি রয়েছে, এমন ব্যক্তিদের প্রিকশন টিকাকরণ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা