কেন্দ্রকে কড়া সুপ্রিম নির্দেশ, NEET-UG-র সব রহস্য ভেদ হবে এবার!

Jul 18, 2024 | 5:26 PM

NEET-UG: শনিবারের মধ্যেই নিট-ইউজি (NEET-UG) ২০২৪ সালের পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীর ফল প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার (১৮ জুলাই), ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামি সোমবার।

কেন্দ্রকে কড়া সুপ্রিম নির্দেশ, NEET-UG-র সব রহস্য ভেদ হবে এবার!
নিট নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: আগামী শনিবারের মধ্যেই নিট-ইউজি (NEET-UG) ২০২৪ সালের পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীর ফল প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার (১৮ জুলাই), ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, প্রার্থীদের পরিচয় গোপন রেখে, শনিবার দুপুর ১২টার মধ্যে সমস্ত প্রার্থীদের ফলাফল, শহর-ভিত্তিক এবং কেন্দ্র-ভিত্তিক আকারে এনটিএ-র ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নিট-ইউডি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে এক গুচ্ছ আবেদনের শুনানিতে এদিন এই নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামি সোমবার।

কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পরীক্ষার্থীদের পরিচয়ের পাশাপাশি, পরীক্ষা কেন্দ্রের তথ্যও গোপন রাখা উচিত। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, কেন্দ্রভিত্তিক তথ্য প্রকাশ করা উচিত নয়। তবে, সিজেআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁর সেই আবেদন মেনে নেয়নি। পটনা এবং হাজারিবাগে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এই বিষয়ে তাঁরা নিঃসন্দেহ বলে জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ওই কেন্দ্রগুলিতেই প্রশ্ন ফাঁসের বিষয়টি সীমাবদ্ধ ছিল, নাকি ব্যাপক আকারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। ফলাফল জানে না বলে শিক্ষার্থীরা কিছু করতে পারছে না। আমরা চাই শিক্ষার্থীদের পরিচয় গোপন থাকুক তবে আসুন আমরা খতিয়ে দেখি, কেন্দ্র অনুসারে নম্বরের প্যাটার্ন কী ছিল।”

তবে,নিটের কাউন্সেলিং স্থগিত রাখতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল জানিয়েছেন, কাউন্সেলিংয়ে দুই তিন মাস সময় লাগবে। ২৪ জুলাই বা তার পরে কাউন্সেলিং শুরু হবে। প্রধান বিচারপতি বলেছেন, সোমবার পরবর্তী শুনানিতে কাউন্সেলিং নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনবেন তাঁরা।

Next Article