Nehru-Indira: ‘ভারতীয়দের আলসে ভাবতেন নেহেরু’ লালকেল্লার ভাষণ তুলে আক্রমণ মোদীর
Modi attacks Nehru-Indira: সোমবার (৫ ফেব্রুয়ারি), লোকসভায় রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, ভারতের জনগণকে হতাশ করেছিলেন জওহরলাল নেহেরু। কারণ তিনি মনে করতেন ভারতীয়দের বুদ্ধি কম। তারা স্বভাবগতভাবে অলস। ইন্দিরা গান্ধীরও চিন্তাভাবনা একই রকমের ছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
নয়া দিল্লি: ফের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৫ ফেব্রুয়ারি), লোকসভায় রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, ভারতের জনগণকে হতাশ করেছিলেন জওহরলাল নেহেরু। কারণ তিনি মনে করতেন ভারতীয়দের বুদ্ধি কম। তারা স্বভাবগতভাবে অলস। ইন্দিরা গান্ধীরও চিন্তাভাবনা একই রকমের ছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। নেহরু-ইন্দিরার নাম উঠতেই, লোকসভা কক্ষে হইচই শুরু করেন বিরোধী সাংসদরা। তবে, দুই প্রাক্তন প্রধানমন্ত্রীরই লালকেল্লা থেকে দেওয়া ভাষণ উদ্ধৃত করে তাদের থামিয়ে দন প্রধানমন্ত্রী মোদী।
এদিন লোকসভায় মোদী বলেন, “কংগ্রেসের মানসিকতা দেশের অনেক ক্ষতি করেছে। কংগ্রেস কখনই দেশের সম্ভাবনায় বিশ্বাস করেনি। তারা নিজেদেরকে শাসক বলে মনে করত। আর দেশের জনগণকে অবমূল্যায়ন করত। প্রধানমন্ত্রী নেহরু ১৫ অগস্ট লালকেল্লা থেকে যা বলেছিলেন তা আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলেছিলেন, ভারতীয়দের কঠোর পরিশ্রম করার অভ্যাস নেই। আমরা ইউরোপ, জাপান, চিন, আমেরিকা বা রাশিয়ার মতো কটোর পরিশ্রম করতে পারি না। নেহেরুজি লালকেল্লা থেকে বলেছিলেন, এই দেশগুলি কোনও জাদুতে সুখী হয়েছে বলে ভাববেন না। তারা কঠোর পরিশ্রম ও প্রজ্ঞায় সুখী হয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, ভারতের জনগণকে অপমান করার জন্য পণ্ডিত নেহরু অন্যান্য দেশের লোকদের সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের প্রশংসা করেছিলেন। জওহরলাল নেহরুর এই বক্তৃতায় অর্থ ছিল, তাঁর মতে ভারতীয়রা ছিল অলস। ভারতীয়দের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল, ভারতীয়রা কম বুদ্ধির মানুষ। একই সঙ্গে ইন্দিরা গান্ধীর বক্তৃতার কথা উল্লেখ করে, প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, ইন্দিরা গান্ধীর চিন্তাধারাও নেহরুর থেকে খুব একটা আলাদা ছিল না। তিনি বলেন, “ইন্দিরা গান্ধী ১৫ অগস্ট লালকেল্লা থেকে বলেছিলেন, “দুর্ভাগ্যবশত আমাদের অভ্যাস হল, কোনও শুভ কাজ শেষ হওয়ার মুখে আমরা আত্মতৃপ্ত হয়ে পড়ি। আর যখনই কোনও অসুবিধা দেখা দেয়, তখন আমরা হতাশ হয়ে যাই। কখনও কখনও মনে হয় পুরো দেশ পরাজয়ের অনুভূতি গ্রহণ করেছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, কংগ্রেসিরা দেশের মানুষকে এই রকমই ভেবেছিল। আজও একই ভাবনা দেখা যায়। আসলে, কংগ্রেস সবসময়ই পরিবারতন্ত্রে বিশ্বাসি। একটি পরিবারের বাইরে, তারা কিছু দেখতে বা ভাবতে পারে না। দেশের মানুষের প্রতি তাদের আস্থা আসবে কোথা থেকে? কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ কংগ্রেসের দিকে তাকালে মনে হচ্ছে, ইন্দিরাজি দেশের মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। তবে, কংগ্রেসের একেবারে সঠিকভাবে মূল্যায়ন করেছিলেন। ” নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করে তিনি আরও বলেন, “একই পণ্য বারবার বাজারে আনতে আনতে, দেশে কংগ্রেসের দোকানই বন্ধ হতে চলেছে।”