নয়া দিল্লি: বারবার নিজের রূপ বদলাচ্ছে করোনাভাইরাস (COVID 19)। দেশে এর আগে হানা দিয়েছে ব্রিটেন, ব্রাজিলে ছড়ানো করোনাভাইরাস। ভারতেই সর্বপ্রথম ছড়িয়ে পড়েছিল করোনার বি.১.৬১৭ স্ট্রেন। তারপর একাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই স্ট্রেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরলজি অব পুণে জানিয়েছে, দেশে হানা দিয়েছে নতুন করোনা স্ট্রেন বি.১.১.২৮.২। ব্রাজিল ও ব্রিটেন থেকে দেশে যাঁরা এসেছেন তাঁদের শরীরে এই নতুন স্ট্রেন ধরা পড়েছে বলে জানিয়েছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরলজি।
নতুন এই ভ্যারিয়েন্টের ফলে দেহের ওজন কমছে, শ্বাসতন্ত্রে সমস্যা দেখা যাচ্ছে। এ ছাড়া ফুসফুসেও সংক্রমণ ধরা পড়ছে এই স্ট্রেনের মাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার এই স্ট্রেন ভারতে ছড়ানো ডেল্টা ভ্যারিয়েন্টের (বি.১.৬১৭.২) মতোই। চিন্তার বিষয়, ব্রিটেনে ছড়ানো আলফা ভ্যারিয়েন্ট (বি.১.১.৭)-এর থেকেও মারাত্মক হয়ে উঠতে পারে করোনার এই স্ট্রেন।
দেশে করোনার একাধিক স্ট্রেন ছড়িয়েছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, দেশে দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করোনার ডেল্টা স্ট্রেন। এর মধ্যে একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছিল, করোনার এই স্ট্রেনগুলির বিরুদ্ধে আদৌ কাজ করবে কি না ভ্যাকসিন। সেই একই প্রশ্ন এ বারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বি.১.১.২৮.২ স্ট্রেনের বিরুদ্ধে আদৌ কি কাজ করবে করোনা প্রতিষেধক? সে প্রশ্নের উত্তর দেবে গবেষণা।
আরও পড়ুন: করোনায় আইভারমেক্টিন প্রয়োগ বন্ধ করতে চায় স্বাস্থ্যমন্ত্রক, কী বলছে আইসিএমআর?