নয়া দিল্লি: বিমানের অভিজ্ঞতা এবার ট্রেনেই। সঙ্গে প্যানরমিক জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। এসি ফার্স্ট ক্লাস কামরার চেহারা কি এবার একেবারে বদলে যাবে! রেলের তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো না হলেও এমনই এক নতুন প্রথম শ্রেণির কামরার পরিকল্পনা সামনে এনেছে কাপুরথালের দ্য রেল কোচ ফ্যাক্টরি। শুধুমাত্র দুজনের থাকার জায়গা থাকবে একেকটি কুপ বা কেবিনে। দিনের বেলা তাঁরা নীচে মুখোমুখি বসতে পারবেন আর রাতে দুটি বার্থে শুতে পারবেন তাঁরা।
যাত্রীদের কিসে সুবিধা হবে, সে কথা ভেবেই নতুন করে সাজানো হচ্ছে কেবিন। এতদিন পর্যন্ত কোনও ট্রেনের প্রথম শ্রেণির এসি কামরায় একপাশে থাকত বার্থ, আর অন্য পাশে হেঁটে যাওয়ার জায়গা। এবার সেই চিত্রটা বদলে, মাঝখান দিয়ে হবে হেঁটে যাওয়ার জায়গা। আর দু পাশে থাকবে কেবিন। এক একটি কেবিনে থাকবে দুটি করে বার্থ। ফলে বার্থের সংখ্যা বেড়ে যাবে এসি কামরায়। এতদিন পর্যন্ত যেখানে এসি কামরায় ২৪টি বার্থ থাকত, সেই সংখ্যা এবার বেড়ে হবে ৩০।
কেবিনগুলির ব্যবস্থা এমনই যাতে, দিনে বা রাতে কোনও সময়েই অসুবিধা না হয় বসতে। আর দুটি বার্থ থেকেই দেখা যাবে প্যানরমিক ভিউ। এছাড়া আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কেবিন সাজানোর চেষ্টা করছে ওই রেল ফ্যাক্টরি। এমন কেবিন, যাত্রীদের আকর্ষণ আরও বাড়বে বলেই উল্লেখ করেছেন কাপুরথাল রেল ফ্যাক্টরির জিএম অরুণ কুমার জৈন।
সংস্থার ওই কর্তা জানান, আরও বেশি বিলাসবহু করার চেষ্টা চলছে কেবিনগুলিকে। এগুলিতে থাকছে ল্যাপটপ টেবিল, বোতল রাখার জায়গা, টিভি ইত্যাদি।